ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

৯ বছর পর ফিরছেন ওয়ার্নার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২১ ১২:২৭:০৯
৯ বছর পর ফিরছেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আগামী দুই আসরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। সবশেষ ২০১৩ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন এ বাঁহাতি ওপেনার। অবশ্য এবারের আসরে দলটির হয়ে সবগুলো ম্যাচে খেলা হচ্ছে না তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। এরপর আবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে করবেন তিনি। আগামী মৌসুমে কত ম্যাচ খেলবেন সেটি এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২ কোটি টাকায় থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজি, আর বাকিটা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এখন পর্যন্ত বিগ ব্যাশের মাত্র তিন আসরে খেলেছেন ওয়ার্নার। ২০১১ ও ২০১২ সালের আসরে তিনি ছিলেন সিডনি থান্ডার দলে। নিজের প্রথম আসরেই ৫১ বলে ১০২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। পরে ২০১৩ সালের আসরে তিনি চলে যান সিডনি সিক্সার্সে।

ওয়ার্নার ছাড়াও বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাভিস হেড ও মার্নার লাবুশেন। তবে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা বিগ ব্যাশে খেলার বদলে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুই সিরিজের মাঝের সময়টা বিশ্রাম করার জন্য বেছে নিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ