ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্যাটিং ব্যর্থতায় নেদারল্যান্ডসের বিপক্ষে অল্প রানে আলআউট পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২১ ১৯:৪৪:৪৫
ব্যাটিং ব্যর্থতায় নেদারল্যান্ডসের বিপক্ষে অল্প রানে আলআউট পাকিস্তান

নেদারল্যান্ডসের রটেরড্রামে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা বাবর আজম হয়তো চেয়েছিলেন শেষ ম্যাচে ব্যাটিং টা ঝালাই করে নিতে। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তানিরা।

টেস্ট ম্যাচে অল্প দিনে নিজের সামর্থ্য প্রমাণ করা আব্দুল্লাহ শফিকের রঙিন পোশাকে আজ অভিষেক ম্যাচ ছিল। তবে অভিষেকটা রাঙাতে পারেননি এই পাকিস্তানি ওপেনার। মাত্র ২ রান করে বিবিয়ান কিগমার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শফিক। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে পাকিস্তান দলপতি বাবর আজম প্রথমে ফখর জামান এবং পরে আগা সালমানের সাথে দুটি ভালো জুটি করেন। ফখর জামান সাজঘরে ফিরেছেন ৪৩ বলে ২৬ রান করে আর আগা সালমানের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ২৪ রান। বলের সাথে তুলনা করলে দুইটি ইনিংসকে মন্থর গতির বলা যায়।যার ফলে ১০০ রান পেরোতেই প্রায় ২৮ ওভার খরচ করতে হয় পাকিস্তানের।

১০৪ রানে আগা সালমান আউট হওয়ার পর দলকে সম্মানজনক স্কোর এনে দিতে বাকি ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার দরকার ছিল। তবে ডাচ বলার দের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলতে পারেনি বাকি কোন ব্যাটসম্যানই। যার ফলে অলআউট হওয়ার আগে তে ধুঁকতে ধুঁকতে পাকিস্তান কোনরকম ২০০ ছাড়ায়।

রান করা অনেকটা অভ্যাসে পরিণত করা বাবার আজমের ব্যাট হেসেছে আজকের ম্যাচেও। কিছুটা ধীর গতিতে শুরু করলেও সময়ের সাথে সাথে বাড়িয়েছেন ইনিংসের গতি। সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে থাকতে আউট হন এ পাকিস্তানি সুপার স্টার। ১২৫ বলে করা বাবরের ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার দুই ছক্কায়। শেষ দিকে দ্রুত উইকেট হারানো পাকিস্তান ২০০ পার করতে পেরেছে মোহাম্মদ নাওয়াজের ৩৫ বলে ২৭ রানের ইনিংসের উপর ভর করে।ডাচদের হয়ে ৫০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন পেসার বাস দে লিডে।আরেক পেসার বিবিয়ান কিগমার শিকার দুই উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ