ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পুরনো দায়িত্বে ফিরছেন মুশফিক জানিয়ে দিলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২২ ১৪:২৩:৫৮
পুরনো দায়িত্বে ফিরছেন মুশফিক জানিয়ে দিলেন সাকিব

গুঞ্জন ছিল, এশিয়া কাপ দিয়েই আবার টি-২০ ফরম্যাটে কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। অবশেষে সত্যি হচ্ছে গুঞ্জনটাই। দীর্ঘ আড়াই বছর পর ফের এই ভূমিকায় ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যা নিশ্চিত করেছেন সাকিব।

সংবাদ সম্মেলনে সাকিব জানান, উইকেটের পেছনে মুশফিক থাকলে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। এ বিষয়ে তিনি বলেন, ‘তিনি (মুশফিক) উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, ‘টি-২০তে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্ত্ন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।’

এরপর সাকিব বলেন, ‘তারা দুইজন (মুশফিক, মাহমুদউল্লাহ) দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারা জানেন তাদের দায়িত্ব বা চ্যালেঞ্জগুলো কি কি। তারা জানেন, তারা আসলে কোন অবস্থায় আছেন। তো আমার আলাদা করে এখানে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে এই পুরো অবস্থা সম্পর্কে তারা ভালোভাবেই অবগত আছেন।’

সাম্প্রতিক সময়ে টি-২০তে বাংলাদেশের অবস্থা শোচনীয়। শেষ কয়েক ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। আর এই হারের বেড়াজাল থেকে মুক্তি পেতেই আসন্ন এশিয়া কাপের আগে নতুন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়োগ দিয়েছে বিসিবি।

চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই এশিয়া কাপ খেলতে আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বে সাকিবের দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ