ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফ সেঞ্চুরি করবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৩ ১৮:২৮:০১
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফ সেঞ্চুরি করবে

হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে রান ৭৯ ইনিংসে করেছেন প্রায় ২৬০০ রান। ৩৫.৪৭ গড়ে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। আলাদা করে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় তুলনায় আরও ভালো। ২৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইকরেটে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।

এমন ফর্ম থাকার পরও কোহলিকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি স্কোয়াড থেকে বাদ দেয়ারও আলোচনা উঠেছিল। তবে ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মনে করছেন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফ সেঞ্চুরি হাঁকালেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে কোহলি যদি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তাহলে সব দৃশ্যপট পাল্টে যাবে বলে দাবি করছেন শাস্ত্রী। এছাড়া সাবেক এই ভারতীয় ক্রিকেটার আরও মনে করেন, একটা ইনিংসই দূর করে দিতে পারে কোহলির বাজে সময়।

স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেন, 'সম্প্রতি আমার কোহলির সঙ্গে কথা হয়নি, তবে বড় ক্রিকেটাররা সঠিক সময় জেগে ওঠে। গেল এশিয়া কাপেও সে ভালো করেছে, এরপর হয়ত সময় একটু খারাপ গিয়েছে। কিন্তু এই সময়টায় সে সব পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। সে যদি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে তাহলেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।'

শাস্ত্রী আরও মনে করছেন, পেছনে যা হয়েছে তা শুধুই এখন ইতিহাস। তিনি বলেন, 'একটা ইনিংসই বদলে দিতে পারে দৃশ্যপট, জাগিয়ে তুলতে পারে ক্ষুধার্থ কোহলিকে। পেছনে কি হয়েছে তা এখন ইতিহাসা। মানুষের স্মৃতিশক্তি এতোটাও ভালো নয় যে সব মনে রাখবে। কোহলির চেয়ে ফিট কোন ক্রিকেটার ভারতীয় দলে নেই। সে মেশিন, যদি সে মানসিকভাবে নিজেকে ঠিক করে ফেলতে পারে তাহলে একটা ইনিংসই ওকে ফর্মে ফেরাবে'।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ