ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিরাপদে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ০৯:২১:৫৮
নিরাপদে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে দুপুর ২ টার পর থেকেই ভীড় বাড়তে থাকে গণমাধ্যমকর্মীদের। ক্রিকেটারদের এক পলক দেখতে উৎসুক জনতাও ভীড় জমায়। বিশৃঙ্খল পরিবেশের মধ্যেই একে একেই ভেতরে প্রবেশ করেন ইবাদত-মেহেদী-আফিফ-ইমন-সাব্বিররা।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি দুবাই পৌঁছে বাংলাদেশ দল। গতকাল রাত বাংলাদেশ সময়ে একটার দিকে দুবাই পৌঁছেছে টাইগাররা। ভিসা জটিলতার কারণে যেতে পারেননি তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়।

টি-টুয়েন্টি সংস্করণে থেকে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে অব্যাহতি দিয়ে এশিয়া কাপে টেকনিক্যাল পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে শ্রীধরণ শ্রীরামকে। টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই ম্যাচ পরিকল্পনায় নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ