ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ১৫:৫৮:৪৭
‘ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান’

বিশ্বকাপে পাওয়া সেই এক জয়েই ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান, এমনটাই মনে করেন ওয়াসিম আকরাম। গত কয়েক বছর ধরে বাবরের দল ধারাবাহিকভাবে উন্নতি করছেও বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ওয়াসিম আকরাম বলেন, ‘গত কয়েক বছর ধরে পাকিস্তান দল উন্নতি করছে। তারা ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। আমার মনে হয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়, যদিও সেটা এক বছর আগে, তাদেরকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদিদের দারুণ বোলিংয়ের পর বাবর-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। টপ অর্ডারে তাদের দুজনের সঙ্গে রয়েছেন দারুণ ফর্মে থাকা ফখর জামান। শেষ দিকে পাকিস্তানকে দ্রুত রান তোলার কাজটা এগিয়ে দিতে পারেন আসিফ আলী। তবে ওয়াসিম চিন্তার কারণ পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে।

ওয়াসিম আকরাম বলেন, ‘স্রেফ একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো মিডল-অর্ডার। চার নম্বরে ইফতেখার আহমেদ ছাড়া মিডল-অর্ডারে অভিজ্ঞ কেউ নেই। এরপর সম্ভবত থাকবে হায়দার আলি, তরুণ সেনসেশন যে ধারাবাহিক নয়। টি-টোয়েন্টি সংস্করণে বাবর আজম ও রিয়াওয়ানই মূল।’

‘আমার মনে হয়, সামগ্রিকভাবে তারা আত্মবিশ্বাসী। তবে এটা নির্ভর করছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে সেখানে পৌঁছানোর পর তারা কেমন অনুভব করছে বা কেমন মানসিকতায় আছে। কারণ ওই ম্যাচটি এশিয়া কাপে দুই দলেরই গতিপথ ঠিক করে দিতে পারে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ