ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাহমুদউল্লাহ-১৬৫, বাবর-১৬০, নাজিরউল্লাহ-১৪৮, রোহিত-১৩২

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ১৬:৪৪:৩৪
মাহমুদউল্লাহ-১৬৫, বাবর-১৬০, নাজিরউল্লাহ-১৪৮, রোহিত-১৩২

মাহমুদুল্লাহকে অধিনায়কত্ব থেকে সরিয়ে পুনরায় সাকিব আল হাসানকে আবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। গনমাধ্যমের কানাঘোষায় শোনা যায় সাকিবের কারণেই আবার এশিয়া কাপের স্কোয়াড রাখা হয়েছে মাহমুদুল্লাহকে। তবে আমরা যদি লক্ষ্য করি মাহমুদুল্লাহর পেছনের কিছু ইনিংসের ব্যাপারে তাহলে উঠে আসে অবিশ্বাস্য কিছু তথ্য।

২০১৬ সালের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হয়েছে। আর সে আসরে কমপক্ষে ১০০+ রান করেছে এমন ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের স্ট্রাইকরেট সর্বোচ্চ। সেই আসরে এই টাইগার তারকা অবিশ্বাস্য এক পারফরম্যান্স দেখিয়েছিল।

টি-২০ ফরম্যাটে হাওয়া ২০১৬ সালের এশিয়া কাপে ১০০+ রান করা কয়েকজন ব্যাটারের স্ট্রাইকরেট তুলে ধরা হলঃ

১। মাহমুদউল্লাহ রিয়াদঃ সাম্প্রতিক অফ ফ্রর্মে থাকা মাহমুদউল্লাহ ২০১৬ সালের টি-২০ ফর্মেটে হওয়া এশিয়া কাপে অবিশ্বাস্য এক পারফরম্যান্স দেখিয়েছিল। ওই আসরে ১০০+ রান করা ব্যাটসম্যানের মধ্যে সব থেকে বেশি স্ট্রাইকরেট বাংলাদেশী এই ব্যাটসম্যানের। তার স্ট্রাইকরেট ছিল ১৬৫. ৭৫।

২। বাবর হায়াতঃ বাবর হায়াত একজন পাকিস্তানি বংশোভূত হংকং ক্রিকেটার। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে হংকং জাতীয় ক্রিকেট দলে খেলে থাকেন। এশিয়া কাপের মূল পর্বে না হলে বাছাই পর্বে তিনি অবিশ্বাস্য এক কৃর্তি করে দেখিয়েছেন। টি-২০ ফর্মেটে হওয়া ২০১৬ সালের এশিয়া কাপে ১০০+ রান করা ব্যাটাদের মধ্যে রয়েছে হংকং ক্রিকেটার বাবর হায়াত। তার স্ট্রাইকরেট ছিল ১৬০.৩৩।

৩। নাজিরউল্লাহ জাদরানঃ টি-২০ ফর্মেটে হওয়া ২০১৬ সালের এশিয়া কাপে ১০০+ রান করা ব্যাটাদের মধ্যে রয়েছে আফগান ক্রিকেটার নাজিরউল্লাহ জাদরান। এই আসরে এই ক্রিকেটারের স্ট্রাইকরেট ছিল ১৪৮.৫৭।

৪। রোহিত শর্মাঃ ২০১৬ সালের এশিয়া কাপে ১০০+ রান করা ব্যাটাদের মধ্যে রয়েছে রোহিত শর্মা। এই আসরে ভারতীয় এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ছিল ১৩২.৬৯।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ