ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে সাকিবের দলে আমির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ১৯:৩৪:৩৪
চমক দিয়ে সাকিবের দলে আমির

সেরা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দলও গড়ছে বাংলা টাইগার্স। চমক হিসেবে সাকিব আল হাসানকে নেওয়ার কথাও জানায় দলটা। এবার পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে দলে নেওয়ার কথা জানিয়েছে টাইগার্সরা।

আমিরকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে বাংলা টাইগার্স লিখেছে, ‘পাকিস্তানের সেই দুর্দান্ত ফাস্ট বোলারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি শুধুমাত্র বড় টুর্নামেন্টে বড় উইকেট নিতে পছন্দ করেন।’

আমির গত আসরেও বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে সাকিব আল হাসানের এবারই প্রথম খেলা হবে টি-টেন লিগে। সাকিব, আমির ছাড়াও দলটি নিয়েছে কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানাকে।

এদিকে হেড কোচ আফতাব আহমেদ ছাড়াও বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে থাকছেন কোচ ও সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ট্রেনর রিচার্ড স্টয়নিয়র।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ