ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কোহলির ব্যাটিং দেখে অবাক রশিদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৫ ১৬:৪৪:৪০
কোহলির ব্যাটিং দেখে অবাক রশিদ

২০১৯ সালের বাংলাদেশ সিরিজের পর থেকে সেঞ্চুরিহীন এই ব্যাটার। এর সময়ে তাকে নিয়ে কতই না আলোচনা-সমালোচনা চলছে। অথচ ২০১৯ সালের নভেম্বর থেকে এখন অব্দি তিন ফরম্যাটের ক্রিকেটেই তার পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে ৭৯ ইনিংসে রান করেছেন আড়াই হাজারেরও বেশি। যেখানে ৩৫.৪৭ গড়ে ব্যাটিং করে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় আরও ভালো। শুধুমাত্র ফরম্যাটে ২৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।

রশিদ বলেন, 'আইপিএল চলাকালীন (সময়ের ঘটনা), পরের দিন আরসিবির বিপক্ষে আমাদের একটি ম্যাচ ছিল। বিরাট যতক্ষণ নেটে ছিল ততক্ষণ আমি শুধু সময় গুণছিলাম। সত্যি বলতে, আড়াই ঘণ্টা ব্যাটিং করেছে। আমি খুব অবাক হয়েছিলাম। আমাদের নেট (অনুশীলন) শেষ হয়ে গেছে, কিন্তু তখনও সে ব্যাটিং করছে। পরের দিন সে আমাদের বিপক্ষে ৭০ রান করেছিল। তার মানসিকতা খুবই ইতিবাচক।'

কোহলির ক্রিকেট আকাশে উড়ে বেড়ানো সমালোচনার বেলুনে রীতিমতো পিন ঠুকে দিলেন রশিদ খান। এই আফগান স্পিনারের মতে কোহলির প্রতি দর্শকদের বাড়তি প্রত্যাশার কারণেই মনে হয় তিনি ফর্মে নেই। ভারতের সাবেক এই অধিনায়কের ব্যাটিং দেখে এখনও মুগ্ধ হন রশিদ।

আফগানিস্তানের এই স্পিনার বলেন, 'যখন সে ব্যাটিং করে, তখন সে এমন দুর্দান্ত সব শট খেলে যে, আমার কাছে তাকে মোটেও আউট অফ ফর্ম বলে মনে হয় না। তার ওপর প্রত্যাশা অনেক বেশি। মানুষ চায় সে প্রত্যেক ম্যাচেই সেঞ্চুরি করুক।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ