ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবশেষে জানা গেলো যে কারণে লিগে ৫ গোল করা জীবনকে দলে রাখেনি কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৫ ১৯:৩৩:২৯
অবশেষে জানা গেলো যে কারণে লিগে ৫ গোল করা জীবনকে দলে রাখেনি কোচ

চমক যদি ধরা হয়, সেটা আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে প্রাথমিক দলে না ডাকা আর মোহামেডানের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে দলে ডাকা।

জুনে মালয়েশিয়া সফরের জন্য প্রাথমিক দলে জীবনকে ডেকেছিলেন কোচ। কিন্তু কয়েক ঘণ্টা পর ক্যাম্পে যোগ দেওয়ার কারণে জীবনকে বাদ দিয়ে দেন তিনি।

এবার কেন রাখা হলো না প্রিমিয়ার লিগে ৫ গোল করা এই অভিজ্ঞ স্ট্রাইকারকে? বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে মিডিয়ার অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে ক্যাবরেরাকে।

জীবনকে প্রাথমিক দলে না ডাকার যুক্তি দিয়ে কোচ বলেছেন, ‘আমরা টেকনিক্যাল স্টাফরা এ নিয়ে কাজ করেছি। প্রিমিয়ার লিগে ভালো খেলা কিছু খেলোয়াড় নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের ধ্যান-ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারবে, তেমন খেলোয়াড়দেরই আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস দলে যারা ডাক পেয়েছে তারা আমাদের আইডিয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

জীবনতো প্রিমিয়ার লিগে পাঁচ গোল করেছেন। তার চেয়ে কম গোল করা স্ট্রাইকার নেওয়া হলে জীবন কেন নয়? ক্যাবরেরার জবাব, ‘জীবন ৫ গোল করেছে। আরো কয়েকজন ৪ গোল করেছে। আসলে কে কত গোল করেছে, তা বিষয় না। একজন খেলোয়াড় কতগুলো ম্যাচে ফিট ছিল, আমাদের দর্শনের সঙ্গে মেলে কিনা, এসব আমি বিবেচনা করেছি। একজন স্ট্রাইকারের মূল কাজ গোল করা। তার অন্য পজিশনে ভালো করার ক্ষমতা আছে কিনা সেটাও আমরা দেখেছি। যে স্ট্রাইকারদের নিয়েছি তারা উইং এবং অ্যাটাকিং ফিডফিল্ডেও যেন ভালো করতে পারে সেভাবে আমরা কাজ করছি।’

প্রাথমিক দলে ডাক না পেয়ে হতাশা প্রকাশ করেছেন নাবিব নেওয়াজ জীবন। তিনি বলেন, ‘আশা ছিল ডাক পাবো। কিন্তু ডাক পেলাম না। আমি হতাশ। আমি তো আগের কোচদের অধীনে একাদশেই খেলেছি। এখন এই কোচ যদি মনে করেন তার দর্শনের সঙ্গে আমি যাই না তাহলে কী আর করার!’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ