এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

বৃহস্পতিবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম ঘোষণা করে। দুবাইয়ে দলটির আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন এই টুর্নামেন্টটিকে নিয়ে নিজের মতামত জানান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি ৭বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫বার জিতেছে শ্রীলঙ্কা ও ২বার পাকিস্তান। তাই সাকিবের চাওয়া নতুন কোন দল এবারের শিরোপা ঘরে তুলুক। এমনকি ঠাট্টার চলে তিনি এটাও বলেছেন ফাইনালে যে কোন প্রতিপক্ষকেই পেতে চাইবে তার দল।
বাংলা টাইগার্সের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'ফাইনালে যে কোন দলকে পেতেই ভালো লাগবে, যদি না আমরা ফাইনালিস্ট হই। আশা করছি এবার কোন নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।'
২৭ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের আরেক দল বাংলাদেশ। ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে এশিয়া কাপ মিশন শুরু করবে সাকিববাহিনী। আর এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সাকিব।
সাকিবের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হওয়ার কোন দলকেই হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। তবে প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টের ছন্দ নিজেদের দিকে করে নিতে চায় বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন, দুবাই পৌঁছে এশিয়া কাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সাকিব বলেন, 'এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি।'
এ নিয়ে দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এবারের আসরে কেন তিনি আগ্রহী হলেন এর উত্তরে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, 'টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, এই ফরম্যাটটা আমার মনে ধরেছে। যখন শুনেছি এবছর বাংলা টাইগার্স আমাকে নিতে চাচ্ছে আমি সুযোগটি লুফে নিয়েছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন