বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনে নেট বোলার ভারতীয় দুই লেগ স্পিনার

লেগ স্পিন সামলানোর কসরত দিয়েই শুরু হলো বাংলাদেশ ক্রিকেটে শ্রীরামের কোচিং অধ্যায়। কেতাবি নাম টেকনিক্যাল কনসালটেন্ট হলেও আদতে তার কাজ তো প্রধান কোচেরই!
দুবাই যাওয়ার পর বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন ছিল বৃহস্পতিবার। স্থানীয় সময় রাত ৯টায় আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে শুরু হয় এই সেশন। নতুন দায়িত্বে শ্রীরামের পথচলাও শুরু হয় এই অনুশীলন পর্ব দিয়ে।
তার শুরুটা হলো বেশ চমক দিয়েই। প্রস্তুতিতে সহায়তা করার জন্য মূল স্কোয়াডের বাইরে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তবে বাংলাদেশ দলের নেটে দেখা গেল আরও দুই জন লেগ স্পিনার!
তারা দুই জনই ভারতীয়। শ্রীরামের হাত ধরেই বাংলাদেশের নেটে তাদের ঠাঁই মিলেছে। নেটে এই লেগ স্পিনারদের সামলেই মূল লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের।
লেগ স্পিন সামলানো নিয়ে এত আয়োজনের মূল কারণ বোধগম্যই। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, যেখানে একাই পার্থক্য গড়ে দিতে পারেন রশিদ খান। সঙ্গে মুজিব উর রহমান তো আছেনই, যিনি অফ স্পিনের পাশাপাশি লেগ স্পিন, গুগলি, ক্যারম বল, সবই করেন। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কারও ‘ট্রাম্প কার্ড’ এক লেগ স্পিনার, ভানিন্দু হাসারাঙ্গা।
রশিদ-হাসারাঙ্গাদের সামনে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় স্পিনে পারদর্শী বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও। বাংলাদেশের ব্যাটসম্যানদের তো সেখানে লেগ স্পিনে দুর্বলতা চিরন্তন! নেটে তাই আটঘাট বেঁধেই চলল প্রস্তুতি।
বাংলাদশ থেকে যাওয়া রিশাদ অবশ্য এ দিন বোলিং করেননি। তবে ভারতীয় দুই লেগ স্পিনার হাত ঘোরান লম্বা সময় ধরে।
সবার আগে এ দিন নেটে যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে দুজনেরই দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠছে অনেক। নেটে অবশ্য বেশ ছন্দেই দেখা গেল তাদেরকে। স্পিনে বেশ সাবলিল ছিল দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই। তবে লেগ স্পিনে এ দিন সবচেয়ে স্বচ্ছন্দ দেখা গেল এনামুল হক ও আফিফ হোসেনকে। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ভারতীয় দুই লেগ স্পিনারকে বেশ কিছু বড় শটও খেলেন তারা।
দুই লেগ স্পিনারই বেশ জোরের ওপর বল করেন। হাত থেকে পড়তে না পারলে ‘অফ দা পিচ’ তাদেরকে খেলা কঠিন। নেটে এখানেই ভোগান্তিতে পড়লেন মোহাম্মদ নাঈম শেখ। আরেক তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন অবশ্য বেশ ছন্দে ছিলেন নেটে।
প্রথম দিনের অনুশীলনে খুব একটা বোলিং করেননি পেসাররা। তবে লেগ স্পিন খেলার পাশাপাশি এ দিন বাড়তি মনোযোগ ছিল ফিল্ডিংয়ে।
ফিল্ডিংয়ে দল ম্যাচের পর ম্যাচ, মাসের পর মাস ভুগে চলেছে সব সংস্করণেই। সবশেষ জিম্বাবুয়ে সফরে যেমন ক্যাচ ছাড়ার খেসারত দিতে হয়েছে, কম-বেশি ভুগতে হয়েছে আগেও। অনুশীলনে তাই বাড়তি তাগিদ থাকারই কথা।
নিজের ব্যাটিং সেশন শেষে মুশফিক লেগে যান কিপিং গ্লাভস হাতে নিজেকে তৈরি করতে। অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়ায় প্রায় আড়াই বছর পর এই সংস্করণে কিপিংয়ে ফিরছেন তিনি। পুরনো বিদ্যা ঝালাই তো করতেই হবে!
সাকিব নিজে ব্যাট হাতে খুব একটা লম্বা সময় কাটাননি নেটে। তবে বোলিং করেন লম্বা সময়। তার জোরের উপর করা কয়েকটি ডেলিভারি ছক্কায় ওড়ান আফিফ হোসেন।
এই অনুশীলন দিয়েই মূলত এশিয়া কাপের প্রস্তুতি শুরু হলো বাংলাদেশ দলে। দেশে সবাই ব্যক্তিগত অনুশীলন করার পর স্রেফ এক দিনে দলীয় সেশন ছিল। এরপর ছিল পরপর দুই দিন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে আবার দ্বিতীয় ইনিংসের প্রায় পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। মূল প্রস্তুতি পর্ব তাই দুবাইয়েই।
রাত ৯টায় অনুশীলন শুরু করায় একটি চ্যালেঞ্জ অবশ্য ক্রিকেটারের নিতে হয়নি প্রথম অনুশীলনে। তীব্র গরমে এখন পুড়ছে দুবাই। পারদ কখনও কখনও ছুঁয়ে ফেলছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড আর্দ্রতা শুষে নেয় প্রাণশক্তি, লু হাওয়ার ছোঁয়ায় কাবু হয় শরীর। তাই দলগুলির অনুশীলন শুরু হচ্ছে বিকালে। বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে মাঠে আসা পাকিস্তানি দল কিছুটা টের পেয়েছে উত্তাপ। রাতের অনুশীলনে বাংলাদেশ তাই স্বস্তিই পেয়েছে।
শ্রীরাম অবশ্য অনুশীলনের এই সময়সূচিতে একটু অবাকই। বাংলাদেশের কনসালটেন্ট হয়ে আসার পর প্রথম সংবাদ সম্মলনে ভারতীয় এই ক্রিকেটার জানালেন, ধাপে ধাপে আরও জোরদার হবে অনুশীলন।
“এটাই আমাদের প্রথম আউটডোর সেশন। এটা আমাদের প্রথম সত্যিকারের অনুশীলন সেশন। যদিও অনুশীলনের জন্য রাত ৯টা থেকে ১১টা একটু অদ্ভুত সময়। সাধারণত এই সময়ে আমরা অনুশীলন করি না। আমরা এখন অনুশীলনের গতিটা ঠিক করব, ধীরে ধীরে ইনটেনসিটি বাড়াব।”
সামনের কদিনে বাংলাদেশের দুটি অনুশীলন সেশন আছে বিকাল চারটায়। মরুর আবহাওয়ার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার আসল প্রস্তুতি তখনই হবে হয়তো!
বাংলাদেশের মাঠের লড়াই শুরু আগামী মঙ্গলবার। শারজাহতে সেদিন প্রতিপক্ষ আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি