ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘দেড় বছরে অবসরে যেতে পারেন অস্ট্রেলিয়ার ৫-৬ জন ক্রিকেটার’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ২৯ ১৩:২৮:৩১
‘দেড় বছরে অবসরে যেতে পারেন অস্ট্রেলিয়ার ৫-৬ জন ক্রিকেটার’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর থেকেই ২০ ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছেন ওয়ার্নার। ওয়ানডেতেও সময়টা একেবারে খারাপ যাচ্ছে না। অ্যাশেজে ভালো করলেও পাকিস্তান সফরে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টে দুই হাফ সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার শ্রীলঙ্কায় ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। তবে এখনই লাল বলের ক্রিকেটের শেষ দেখছেন না এই অজি ওপেনার। এদিকে একই সময়ে অবসরে যেতে পারেন টেস্টের আরেক ওপেনার উসমান খাওয়াজাও। তারা দুজন একসঙ্গে বিদায় নিলে তাদের শূন্যতা পূরণ করা কঠিন হবে বলে জানিয়েছেন ওয়ার্নার।

এ প্রসঙ্গে বাঁহাতি ওপেনার ওয়ার্নার বলেন, ‘সত্যি বলতে আমি আমার খেলাটা উপভোগ করছি। আমার এখনও অনেক কিছু দেয়ার আছে। আমি মনে করি পরবর্তী প্রজন্মের ক্রিকেটার এবং সমর্থকদের কাছে আমি খানিকটা ঋণী। আমার লক্ষ্য অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত খেলা। আমি কোথায় আছি দেখা যাক।’

‘বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার আসছে। হ্যাঁ, আমি এবং উজ (উসমান খাওয়াজা) টেস্ট ক্রিকেটে ওপেন করছি। এই ‍শূন্য জায়গাটা পূরণ করা কঠিন। একজন ওপেনারকে পাওয়াই কঠিন সেখানে দুজনকে পাওয়া তো আরও কঠিন। আমি সবসময় এটা নিশ্চিত হয়েছি খেলাটা ভালো অবস্থায় রেখেছি, সেটা দলগতভাবে।’

কদিন আগে ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিও ছাড়তে পারেন বিশ্বকাপের পর। অবসরের সময় ঘনিয়ে আসছে স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের। তারা বেশিরভাগই অবসর নিতে পারেন প্রায় একই সময়ে। যা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য বড় ধাক্কা হতে পারে। সেটা মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘এমন একটা সময় আসবে যখন ১২ থেকৈ ১৮ মাসে আমাদের মধ্যে ৫-৬ জন চলে যাবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ