ট্রফি ধরে রাখার মিশন অস্ট্রেলিয়ার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলগুলোর জন্য বাড়তি পাওয়া ছিল আরব আমিরাতে কন্ডিশন আর উইকেট। তাই শিরোপা জয়ের দৌঁড়ে উপমহাদেশের দলগুলো কিছুটা হলেও এগিয়ে ছিল। তবে ভারত-পাকিস্তানের মতো দলগুলোকে টেক্কা দিয়ে মরুর বুকে বিশ্ব সেরার মুকুট পড়েছিল অজিরা। এবার ঘরের মাঠে তাদের বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন।
সামর্থ্য আর সাম্প্রতিক ফর্ম মিলিয়ে এবারও ট্রফির বড় দাবিদার অস্ট্রেলিয়া। পাশাপাশি ঘরের মাঠের সুবিধাও পাবে অজিরা। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তাদের স্কোয়াডও বেশ ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চদের সঙ্গে আছেন টিম ডেভিড কিংবা জশ ইংলিসের মতো তরুণ ক্রিকেটার। তবে এবারের বিশ্বকাপে অজিদের ভুগাতে পারে তাদের মিডল অর্ডার। স্টিভেন স্মিথ-গ্লেন ম্যাক্সওয়েলের সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হতে পারে টিম ম্যানেজমেন্টের।
ব্যাটিংয়ে কিছুটা চিন্তা থাকলেও বোলিংয়ে বেশ ফুরফুরে অজি টিম ম্যানেজমেন্ট। শিরোপা ধরে রাখার মিশনে বড় ভূমিকা রাখতে পারেন পেসাররা। কন্ডিশন বিবেচনায় তাদের বড় শক্তির জায়গাও পেস বোলিং ইউনিট। যেখানে মিচেল স্টার্কের নেতৃত্বে অভিজ্ঞ প্যাট কামিন্সের সঙ্গে আছেন জশ হ্যাজেলউড। তাছাড়া মিচেল মার্শ এবং মার্কাস স্টইনিনের মিডিয়াম পেস ফিঞ্চকে বাড়তি অপশন দেবে।
গত কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার টপ অর্ডার বেশ শক্তিশালী। বিশেষ করে ওপেনিং। আসন্ন এই বিশ্বকাপেও ওপেনিংয়ে দেখা যাবে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চকে। সর্বশেষ বিশ্বকাপে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ওয়ার্নার। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেয়ার দায়িত্বটা এবারও থাকবে ওয়ার্নারের কাঁধেই। তার সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারেন এই ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার।
তবে ফিঞ্চের সাম্প্রতিক ফর্ম তার পক্ষে কথা বলছে না। ক্যারিয়ারের গোধূলী লগ্নে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন এই ওপেনার। মূলত তার অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বড় মঞ্চে নিশ্চয়ই সেই ভরসার প্রতিদান দিতে চাইবেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এই ওপেনিং জুটির জন্য এটাই হতে যাচ্ছে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর শেষে এই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ওয়ার্নার-ফিঞ্চ জুটি।
তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং করবেন মিচেল মার্শ। গত বিশ্বকাপে দলে অন্যতম সেরা রান সংগ্রাহক ছিলেন তিনি। তার সাম্প্রতিক ফর্মও বেশ ভালো। সবমিলিয়ে ব্যাট হাতে ধারাবাহিক এক মার্শকেই দেখা যেতে পারে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে। ব্যাটের পাশাপাশি মিডিয়াম পেসেও কার্যকরী হয়ে ওঠতে পারেন এই পেস বোলিং অলরাউন্ডার।
চার এবং পাঁচ নম্বর পজিশনে খেলবেন যথাক্রমে স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও তাদের প্রমাণ করার কিছুই নেই। মূলত তাদের অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ছয় নম্বরে দেখা যাবে ম্যাথু ওয়েডকে। গত আসরে তার পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। বিশেষ করে সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার ঝড়ো ব্যাটিংয়েই সমীকরণ মিলিয়েছিল অস্ট্রেলিয়া।
লোয়ার মিডল অর্ডারে টিম ডেভিড এবং স্টইনিসের মধ্যে যেকোনো একজন একাদশে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে অলরাউন্ডার হওয়ায় অনেকটাই এগিয়ে থাকবেন স্টইনিস। তাছাড়া তার অভিজ্ঞতাও তাকে এগিয়ে রাখবে। তবে কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় একাদশে সুযোগ পেতে পারেন ডেভিড। কারণ তার পাওয়ার হিটিং দক্ষতা যেকোনো দলের জন্যই বাড়তি পাওয়া।
পেস বান্ধব কন্ডিশন বিবেচনায় অস্ট্রেলিয়ার স্কোয়াডে প্রধান্য পায়নি স্পিনাররা। তবে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন অ্যাস্টন অ্যাগার এবং অ্যাডাম জাম্পা। এই দুই জনের মধ্যে উইকেট টেকিং দক্ষতার জন্য এগিয়ে থাকবেন জাম্পা। একাদশে একজন স্পিনার খেলালে সেটা হবেন জাম্পা।
স্কোয়াডে বেশ কয়েক জন বিশ্বমানের পেসার থাকলেও অভিজ্ঞতার দিকে থেকে সবেচেয়ে এগিয়ে থাকবেন স্টার্ক। দলের বোলিং ইউনিটের নেতৃত্বও থাকবে তার কাঁধেই। তাছাড়া কামিন্স এবং হ্যাজেলউডও বেশ কার্যকরী হতে পারেন। বিশেষ করে হ্যাজেলউড। আসরের সেরা উইকেট শিকারীরদের তালিকায় জায়গা করে নিতে পারেন তিনি।
ঘরের মাঠ,শক্তিশালী বোলিং লাইন আপ পাশাপাশি স্কোয়াডে আছে বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার সবমিলিয়ে এবারের আসরে দারুণ সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি