ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দুই ক্রিকেটারকে দলে নিল ফরচুন বরিশাল, বাবর আজম খেলতে পারে সিলেটে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২০ ০৯:৪৬:০৩
টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দুই ক্রিকেটারকে দলে নিল ফরচুন বরিশাল, বাবর আজম খেলতে পারে সিলেটে

রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরর পর এবার চমক দেখালো ফরচুন বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও রাকিম কর্নওয়াল খেলবেন বরিশালে হয়ে। কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন রাকিম কর্নওয়াল।

ইতিমধ্যেই পাকিস্তানের বর্তমান সময়ে সেরা তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যেই দল নিশ্চিত হয়েছে আফ্রিদি, রেজওয়ান, হাসান আলী, শোয়েব মালিক, মোহাম্মদ আমিরের।

এবার জানা গেছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে দেখা যাবে সিলেট স্ট্রাইকার্স দলে। ‌ ইতিমধ্যেই আজ তারা ঢাকার একটি হোটেলে নিজেদের লোগো ও আইকন ক্রিকেটার হিসাবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করেছে।

সেইসাথে তারা ওই অনুষ্ঠানে তার বিদেশী ক্রিকেটারের নাম প্রকাশ করে। তাড়া হলেন মোহাম্মদ আমির, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস এবং থিসারা পেরেরা। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছেন বাবর আজম। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলেনি সিলেট স্ট্রাইকার্স। তবে খবরে ভেসে আসছে তার সাথে চুক্তি করেছে সিলেট স্ট্রাইকার্স।

শুধু সিলেটই নয় দল গোছাতে আরো বেশি এগিয়ে গেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়াস। রংপুর রাইডার্সের এক অফিসিয়াল জানিয়েছেন বিপিএলের পুরোটা সময়ের জন্য মোহাম্মদ নওয়াজকে পেতে কাজ শুরু করেছে।

এরই মধ্যে অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। এছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার পাথুম নিশাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডার্সিকে দলে টেনেছে।

পিছিয়ে নেই বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদেরও বহরে রয়েছে আরো বড় তারকা ক্রিকেটার। পাকিস্তানের বর্তমান সময়ের তিন সেরা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদির সাথে কথাবার্তা এক প্রকার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ