ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চোখে আঙ্গুল দিয়ে বাবরের ভুল ধরিয়ে দিলেন হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৫ ১৪:৫৭:২৩
চোখে আঙ্গুল দিয়ে বাবরের ভুল ধরিয়ে দিলেন হাফিজ

গত রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে হার পাকিস্তানের কাছে তীব্র ধাক্কা হয়ে এসেছে। ফলে দেশটির সাবেক ক্রিকেটাররা মেতেছেন নানামুখী আলোচনা, সমালোচনায়। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন ৪২ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডার।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে বাবরের ওপর রাগ ঝেড়েছেন হাফিজ। সেখানে তিনি বলেন, বড় মঞ্চে অধিনায়ক হিসেবে গড়বড় করছেন বাবর। এই নিতে টানা তিনটা বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ত্রুটি দেখা গেল। কিন্তু আমরা শুনেই যাচ্ছি সে শিখছে, তার বয়স ৩২ হলে বুঝি সে শিখবে।

ভারতের বিপক্ষে শেষ ওভারে বোলিংয়ে ছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ। কিন্তু শেষ ওভারে কেন একজন পেসার রাখা হলো না এই জায়গাতেই তুলেছেন প্রশ্ন হাফিজ। তিনি বলেন, এই ম্যাচে (ভারতের বিপক্ষে) ৭ ওভার থেকে ১১ ওভার পর্যন্ত ভারত ওভারে ৪ রান আনতেও কষ্ট করছিল। তখন বাবর কেন স্পিনারদের কোটা শেষ করেনি?

ওই দিন ম্যাচ শেষে বাবর অবশ্য বোলারদের কোনো দায় দেখেননি, কৃতিত্ব দেন প্রতিপক্ষকে, আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। সব কৃতিত্ব কোহলি ও পান্ডিয়ার। নতুন বলে কাজটা সহজ ছিল না। আমরা পরিকল্পনায় ছিলাম, কিন্তু কোহলি ও পান্ডিয়াকে কৃতিত্ব দিতে হবে বিশেষ করে কোহলিকে। মাঝের ওভারে উইকেট নেওয়ার জন্য আমরা স্পিনার রেখেছিলাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ