ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ওয়ার্নারদের ৫১ কোটি টাকা দিতেও রাজি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৯ ২০:৫৪:২৫
ব্রেকিং নিউজ: ওয়ার্নারদের ৫১ কোটি টাকা দিতেও রাজি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রমশই আধিপত্য বাড়ছে আইপিএলের দলগুলোর। শুধু আইপিএলই নয় তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো দলের মালিকানা নিচ্ছে সাউথ আফ্রিকার এস২০ লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

নাইট রাইডার্সের গ্রুপের মালিকানায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আরব আমিরাতে রয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। এ ছাড়া আমেরিকাতে লস অ্যাঞ্জেলস নামে দল কিনতে যাচ্ছে তারা। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দল রয়েছে আরব আমিরাত এবং সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরও একাধিক লিগে দল রয়েছে। বছর জুড়ে হওয়া সেসব টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটারদের পেতে চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে করে সবাই তাদের প্রতিটি লিগের দলে খেলতে পারে। সেটির জন্য ক্রিকেটারদের সঙ্গে বাৎসরিক চুক্তির কথা ভাবছে তারা।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারকে ১২ মাসের চুক্তির জন্য প্রস্তাব দিয়েছে আইপিএলের কয়েকটি দল। যেখানে ওয়ার্নার, কামিন্স এবং ম্যাক্সওয়েলদের পেছনে বড় অঙ্কের টাকা খরচা করতেও প্রস্তুত তারা। দ্য এজের প্রতিবেদন অনুযায়ী, প্রতিজনকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছেন দলগুলো।

যা বাংলাদেশি টাকায় ৫০ কোটি ৬৯ লাখ ১৪ হাজার। এই চুক্তিতে সই করলে পুরো বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিটি দলের হয়ে খেলতে হবে তাদের। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ও নিতে হতে পারে সেসব ক্রিকেটারদের। অজি ক্রিকেটাররা সেই প্রস্তাবে রাজি হয়েছে কিনা সেটি নিশ্চিত করতে পারেনি দ্য এজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ