ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাঘা বাঘা বোলারদের পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে সেরা বোলার তাসকিন আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ৩০ ২০:১৩:৩২
বাঘা বাঘা বোলারদের পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে সেরা বোলার তাসকিন আহমেদ

মূলত জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার একাই ভেঙে দেন তাসকিন। যার সুবাদে আজকের ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগেও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার জেতার পথে নিয়েছিলেন ৪ উইকেট।

ব্রিজবেনে রোববার সুপার টুয়েলভের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ জেতে ৩ রানে। ১৫০ রানে পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে ১৪৭ রানে থামিয়ে দেয় সাকিব আল হাসানের দল।

আজকের ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল ৫টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিন পৌঁছে গেছেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়। সুপার টুয়েলভের ৩ ম্যাচে ৮ উইকেট নেন পেসার তাসকিন।

এর আগে তালিকার শীর্ষে অবস্থান করছিলেন স্যাম কারান। ইংলিশ এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ছিল ৭টি। জিম্বাবুয়ের বিপক্ষেই কারানকে টপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাসকিন।

এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ