ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইমরান খান নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৪ ০৯:৩৬:৫৫
ইমরান খান নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মুশফিক

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।

এতে অনেক ক্রিকেটার মর্মাহত হয়েছেন। বিশ্বকাপ জয়ী অধিনায়কের আহত হওয়ার খবরে দুশ্চিন্তার ছায়া নেমেছে ক্রিকেটবিশ্বে।

এবার ইমরান খানের উপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

ইমরান খানের ছবি পোস্ট করে নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে এ সাবেক টাইগার অধিনায়ক লিখেছেন, ‘পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে গুলি করা শুনে মর্মাহত। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ।’

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে সমাবেশ করছিলেন ইমরান খান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন এক বন্দুকধারী। এতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ