ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইমরানের দলের সাথে যেসব মিল রয়েছে বাবরের পাকিস্তানের,

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১০ ১৭:৫৩:৩৮
ইমরানের দলের সাথে যেসব মিল রয়েছে বাবরের পাকিস্তানের,

ইমরানের যোগ্য নেতৃত্বেই সম্ভব হয়েছিল ৯২ এর সেই ঐতিহাসিক জয়টি। অবশ্য পাশাপাশি বৃষ্টি এবং ভাগ্যের ও যথেষ্ট অবদান ছিল। ৩০ বছর পর ২০২২ এ আবারও বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায়। আবারো টানা হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। তাদের সেমিফাইনালে যাওয়াটা যেন এক সময়ে অবিশ্বাস্যই মনে হচ্ছিল।

নেদারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য এক হারের বদৌলতে সেমিতে যাওয়ার সুযোগ পেয়ে বসে পাকিস্তান। আনপ্রেডিক্টেবল টিম খ্যাত পাকিস্তান সেমিফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করে নিউজিল্যান্ডকে একপ্রকার উড়িয়েই দেয়। জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিততে না পারা দলটি কিনা টি-টোয়েন্টির সেরা দলগুলোর একটিকে অনায়াসেই হারিয়ে দেয়। সত্যি আনপ্রেডিক্টেবল এই দলটি। ১৯৯২ এর সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে এবারের বিশ্বকাপটি।

একের পর এক হার দিয়ে বিশ্বকাপ শুরু, পরবর্তীতে টানা ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত। ১৯৯২ এর মত এবারও সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এবং এবারও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল। ফাইনাল ও ১৯৯২ এর মতো মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

ইংলিশরা ভারতকে হারাতে পারলেই আবারো ৩০ বছর পর মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান। অর্থাৎ ৯২ এর সাথে সবকিছুই অবিশ্বাস্যভাবে মিলে যাচ্ছে। ৯২ বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস ছিল ওয়াসিম আকরাম। এবারের বিশ্বকাপে শাহেন শাহ আফ্রিদি। ৯২ বিশ্বকাপে অধিনায়ক ইমরান খান তেমন কোনো অসাধারণ পারফরম্যান্স করতে পারছিলেন না। তবে অধিনায়কত্ব দিয়ে দলকে ঠিকই সঠিক পথে রেখেছিলেন। বাবর আজমের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করতে না পারলেও অধিনায়কত্ব দিয়ে ঠিকই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ভারত ইংল্যান্ড ম্যাচের পরই হয়তো বোঝা যাবে ৯২ এর সাথে ঠিক কতটা মিলছে এবারের বিশ্বকাপটি। তবে এখন পর্যন্ত তো মনে হচ্ছে ৩০ বছর পর ইতিহাস আবারো নিজেকে পুনরাবর্তন করছে। সেই সময় ছিল ইমরান খান এবার বাবর আজম পার্থক্য তো শুধু নামে, ফলাফল তো অভিন্নই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ