ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ ফাইনালের আগে আরও একটি নতুন নিয়ম যোগ করলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৩ ১১:৫৭:১৮
বিশ্বকাপ ফাইনালের আগে আরও একটি নতুন নিয়ম যোগ করলো আইসিসি

‘ইনজুরি টাইম’-এর সঙ্গে ফুটবল ভক্তদের পরিচয়টা আছে ভালোভাবেই। তবে আপনি শুধু ক্রিকেটটাই দেখে থাকলে শব্দগুচ্ছের সঙ্গে পরিচয়টা না থাকাই স্বাভাবিক। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এবার সেটাই ক্রিকেটপ্রেমিদের চিনিয়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আজকের ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যোগ করতে যাচ্ছে ‘ইনজুরি টাইম’।

আজ মেলবোর্নে অনুষ্ঠেয় এই ফাইনালে আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টি এলেও যেন ম্যাচের একটা ফল বেরোয়, অন্তত বিশ্বকাপটা যেন ইংল্যান্ড পাকিস্তানের ভাগাভাগি না করতে হয়, আইসিসির উদ্দেশ্য সেটাই।

আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ম্যাচটির। বৃষ্টির কারণে খেলা যদি শুরুর সময়ে না গড়ায় মাঠে তাহলে আজ আরও একটা বাড়তি ঘণ্টা যোগ করতে পারবেন আম্পায়াররা। আগে এই সময় ছিল আধাঘণ্টা। তার সঙ্গে আরও এক ঘণ্টা যোগ হয়ে এখন সময়টা দাঁড়িয়েছে ৯০ মিনিট।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলাটা শুরু হওয়ার কথা। খেলা যদি ঠিক সময়ে না শুরু হয়, আর বাড়তি এক ঘণ্টা যদি কাজে লাগাতেই হয়, তাহলে খেলাটা গড়াবে স্থানীয় সময় মধ্য রাত পর্যন্ত।

যদিও আজ দুই দল আর তাদের দর্শকদের এক ফালি রোদ দিয়েই বরণ করে নিয়েছে মেলবোর্নের আকাশ। তবে এরপর ধীরে ধীরে মেঘ এসে জমতে শুরু করেছে এমসিজির ওপর। ফলে বৃষ্টির শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ।

তবে বৃষ্টির কারণে আজ মাঝরাত পর্যন্ত খেলিয়েও যদি ফল না আসে, সেক্ষেত্রেও উপায় রেখেছে আইসিসি। সেটা হলে আগামীকাল সোমবার পর্যন্ত গড়াবে ম্যাচটা। তবে জোর চেষ্টা যে আজকেই ম্যাচটা শেষ করে দেওয়ার থাকবে, তা বলাই বাহুল্য।

তবে এই চেষ্টা থাকলেও খেলার মান নিয়ে কোনো আপস করতে পারবেন না আম্পায়াররা। যদি কোনো মুহূর্তে মনে হয় মাঠের অবস্থা, আবহাওয়া, আলো, কিংবা অন্য কোনো পরিস্থিতি খেলার জন্য উপযুক্ত নয়, তাহলেই খেলা বন্ধ করে দিতে হবে তাদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ