ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২২ ১২:৩৩:১০
বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার

আগামী ২৩ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসরের ড্রাফট। এর আগে নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে কবকে দলে নিয়েছে কুমিল্লা।

এক বিবৃতিতে কুমিল্লা বলেছে, 'বিপিএল ২০২৩ মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে আসছে ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার জস কব। বোলিংয়ের সাথে দুর্দান্ত ব্যাটিং দেখার অপেক্ষায় ফ্যানরা।'

এর আগে পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলি এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্র এক দিন আগে নিজেদের চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে খুশদিল শাহের সঙ্গে সরাসরি চুক্তি করে তারা।

গতকাল (২১ নভেম্বর) পঞ্চম পাকিস্তানি হিসেবে কুমিল্লা দলে ভেড়ায় ডানহাতি লেগ স্পিনার আবরার আহমেদকে। বিপিএলে বরাবরই তারকাবহুল দল সাজায় কুমিল্লা। একই সময়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর কারণে বড় তারকা আনতে বেগ পেতে হচ্ছিলো দলগুলোকে। যদিও এই বাধা সহজেই উতরে গেছে দলটি।

এদিকে ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগ লুফে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কুমিল্লা। বিপিএলের সর্বশেষ আসরেও বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ