ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২৩ ১৬:০২:২০
নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি

গতকাল এমসিজিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন ওয়ার্নার ও হেড। এমন বিধ্বংসী ব্যাটিং অনেকদিন পরই দেখা মিলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। হেড শুধু সেঞ্চুরি করেই থামেননি। যেভাবে ব্যাটিং করছিলেন তাঁতে মনে হচ্ছিল এই বুঝি ডাবল সেঞ্চুরি হাঁকাবেন।

তবে তাঁর ইনিংস থামে ১৫২ রানে। তিন ম্যাচে ২৪০ রান করে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে হেডের হাতে। দারুণ এক সিরিজ কাটানোর পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগোলেন হেড। বর্তমানে ৩০-এ রয়েছেন তিনি।

দীর্ঘদিন পর সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। একটা সময় র‍্যাঙ্কিংয়ের ওপরে থাকা এ ওপেনার এক ধাপ এগিয়ে পাঁচে অবস্থান করছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ফর্মে ফিরেছেন স্মিথও। তিন ম্যাচে ১৯৫ রান করে সেরা তিন স্কোরের মধ্যে একজন স্মিথ। তিনি তিন ধাপ এগিয়ে সাতে রয়েছেন।

দুই অজি ব্যাটার লাবুশেন ও মিচেল মার্শ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে ৬৮ ও ৮৪তম স্থানে অবস্থান করছেন।

দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে চার উইকেট নেওয়া স্টার্ক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন চার ধাপ। বর্তমানে চারে অবস্থান করছেন তিনি। শেষ ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন স্পিনার জাম্পাও। চার উইকেট নেওয়া জাম্পার অবস্থান সাতে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন কামিন্স। বর্তমানে ১৭’তে রয়েছেন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা একশ’তে ঢুকেছেন ইংল্যান্ডের দুই ব্যাটার মালান ও সল্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ