ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপে ভালো করতে হলে চট্টগ্রামের উইকেটেই খেলতে হবে টাইগারদের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১০ ২০:৪৫:২৬
বিশ্বকাপে ভালো করতে হলে চট্টগ্রামের উইকেটেই খেলতে হবে টাইগারদের

বিশ্বকাপ নিয়ে অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করেন"এর আগে প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করার জন্য যেত, তবে এবার আমরা বিশ্বকাপ জয়ের আশা নিয়েই ভারতে যাব।"অর্থাৎ টাইগারদের লক্ষ্য বেশ পরিষ্কার, বিশ্বকাপ জেতার জন্যই ভারতে পা রাখবে তারা। তবে বিশ্বকাপের উইকেট হবে একেবারে ব্যাটিং বান্ধব।

সেখানে বোলারদের জন্য তেমন কিছু থাকবে না এমনটি বললে ভুল হবে না। ফলে বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই ব্যাটিং বান্ধব উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে বাংলাদেশের। ভারতের বিপক্ষে মিরপুরে প্রথম দুটি ওয়ানডে জিতেছে টাইগাররা। তবে মিরপুরের উইকেট সচরাচর বোলিংবান্ধব, ফলে মিরপুরে নিয়মিত খেলা বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ কিনা তাতে প্রশ্ন রয়েই যায়। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের উইকেট একেবারেই ব্যাটিং বান্ধব, অনেকটাই আইসিসি ইভেন্টে যেরকম উইকেট দেখা যায় সেই রকমই। এ প্রতিবেদন লেখার সময় ভারতের ব্যাটিং ইনিংস এর সমাপ্তি ঘটেছে। ভারতীয় দল টাইগারদের বিপক্ষে ৪০৮ রানের বিশাল এক সংগ্রহ দাঁড় করিয়েছে। ভারতীয় ওপেনার ঈশান কিষান ১৩১ বলে ২১০ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেছেন।

ক্রিস গেইলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও এই ম্যাচে ভেঙেছেন কিষান। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস্টেফান হেনরি গেইল। ঈশান করেছেন মাত্র ১২৬ বলে, টাইগার বোলারদের উপর এই ক্রিকেটার কি পরিমান ঝড় উঠিয়েছে তা স্কোর কার্ডেই পরিষ্কার। মিরপুরের উইকেটে দুর্দান্ত বোলাররা এই উইকেটে খেলতে এসে বাস্তবতার সম্মুখীন হয়েছে।

স্বভাবতই স্লো এবং লো উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যান এবং বোলাররা। দেশের অধিকাংশ উইকেটই এমন ফলে এসব উইকেটেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে ভালো করতে হলে ব্যাটিং বান্ধব উইকেটে নিজেদের অভ্যস্ত করতে হবে টাইগারদের। বর্তমানে দেশের সবচেয়ে ব্যাটিং বান্ধব উইকেট এই চট্টগ্রামেরই। ফলে এখনই হয়তো সময় এসেছে বিশ্বকাপের আগ পর্যন্ত টাইগারদের অধিকাংশ ম্যাচই যাতে চট্টগ্রামে অনুষ্ঠিত করা হয়।

বিসিবির এই ছোট্ট পদক্ষেপ হয়তো টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামে নিয়মিত খেললে ব্যাটিং উইকেটে কিভাবে বড় শর্ট্স খেলতে হয় কিংবা উইকেট থেকে সাহায্য না পেলেও কিভাবে ভালো বোলিং করতে হয় তা রপ্ত করতে পারবে টাইগাররা। তাই বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকে চট্টগ্রামে নিয়মিত খেলার কোনো বিকল্প নেই। বিসিবি উদ্যোগ নেয় কিনা এখন সেটাই দেখার পালা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ