ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন মার্ক চ্যাপম্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৯ ১২:২৩:১১
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন মার্ক চ্যাপম্যান

২০১৮ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ জিতেছে চ্যাপম্যান। এরই মধ্যে ২২টি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলেছেন এই ব্যাটার। কিউইদের হয়ে শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্কোয়াডে ছিলেন তিনি।

স্টেড বলেন, 'মার্ককে আমরা আনন্দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে অংশ নেয়াচ্ছি। সে দারুণ একজন খেলোয়াড়। আমরা তার বৈচিত্র্যতা দেখতে পছন্দ করি। সে দারুণ প্রতিভাবান এবং নিউজিল্যান্ডের ভবিষ্যৎ ক্রিকেটার হিসেবে আমরা তাকেও দেখি।'

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেও জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না চ্যাপম্যানের। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত এই দলে ডাক পাননি তিনি। পাকিস্তান সফরের পর অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে কিউইরা।

সেই দলে জায়গা করে নিয়েছেন চ্যাপম্যান। মূলত অধিনায়ক কেন উইলিয়ামসন ভারত সিরিজে যাবেন না বলেই চ্যাপম্যানকে বিবেচনা করছে এনজেডসি। গত নভেম্বরেই কিউইদের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন গাপটিল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ