ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি, দেখেনিন সাকিব,লিটন,মুশফিকদের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২১ ১৬:৩১:৩৬
ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি, দেখেনিন সাকিব,লিটন,মুশফিকদের অবস্থান

প্রথম ইনিংসে তিন রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেরুনো ইনিংস খেলেন তিনি। আর তাতেই ৩৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টাইগার ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্ট ব্যাট হাতে ভালো যায়নি তার।

দুই ইনিংসে যথাক্রমে ২৪ ও ১৯ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি ১৪ নম্বরে জায়গা ধরে রেখেছেন। মুশফিকুর রহিম ২৮ ও ২৩ রানের ইনিংস খেলে দুই ধাপ উন্নতি করেছেন। ১৯ নম্বরে উঠে এসেছেন এই টাইগার ব্যাটার।

উন্নতি হয়েছে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেয়া নাজমুল হোসেন শান্তরও। তিনি দুই ধাপ এগিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছেন। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশেন। এ ছাড়া স্টিভ স্মিথকে টপকে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন বাবর আজম।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব দুই নম্বরে রয়েছেন। বেন স্টোকসকে টপকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩২৯। আর ৩৩৬ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৩৭৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ