ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

তাইজুলের স্লেজিংয়ে নাজেহাল কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৪ ১৮:২৭:২৭
তাইজুলের স্লেজিংয়ে নাজেহাল কোহলি

ঢাকা টেস্টে ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪৫ রানেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা। দিনের সর্বশেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর মেজাজ ধরে রাখতে পারেননি কোহলি।

ভারতের চতুর্থ ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলের সময়কার ঘটনা। মিরাজের করা বল ডিফেন্স করতে গিয়ে ইনসাইড এজ হয়ে শর্ট লেগে মুমিনুলের তালুবন্দি হন কোহলি। বোলার মিরাজ তখন সতীর্থদের সাথে বুনো উল্লাসে ব্যস্ত। কোহলির উদ্দেশে কিছু একটা বলতেও দেখা যায় তাইজুলকে।

তাইজুলের উল্লাস আর কথা সহ্য হয়নি কোহলির। তাইতো সাকিবকে ডেকে নালিশ দেন তিনি। সাকিব অবশ্য সবকিছু সামলেছেন স্বাভাবিকভাবেই। উইকেট পেলে বোলাররা উদযাপন করবেন, ফিল্ডাররাও যোগ দেবেন- এমনটাই যেন কোহলিকে বুঝিয়ে দিচ্ছিলেন টাইগার অধিনায়ক। শেষ অব্দি সাকিবের কথা মেনে নিয়ে দ্রুত মাঠে ছাড়েন কোহলি। উইকেট ছাড়ার আগে ২২ বলে ১ রান করেন এই ব্যাটার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ