ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারলো না আকবর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৮ ২০:৪৭:৪১
দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারলো না আকবর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন ৪ উইকেটে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। তখনও সেন্ট্রাল জোনের চেয়ে ৪৪ থাকা নর্থ জোন উইকেট হারায় দিনের দ্বিতীয় ওভারেই। আবু হায়দার রনির অফ স্টাম্পের খানিকটা বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার জাকের আলি অনিককে ক্যাচ দিয়েছেন নাসির হোসেন।

প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটার। দলকে বিপাকে ফেলে আউট হয়েছেন ১১ বলে ১ রান করে। সাইফ হাসান ও আকবরের জুটি বড় হতে দেননি আরিফুল হক। ডানহাতি এই পেসারের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৭৩ রান করা সাইফ এদিন আউট হয়েছেন ৪৩ রানে।

এরপর দলকে একাই টেনেছেন আকবর। তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন সোহরাওয়ার্দী শুভ। ৬১ বল খেলে ১৬ রানের বেশি করতে না পারলেও আকবরকে ইনিংস বড় করতে সহায়তা করছিলেন। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে হাফ সেঞ্চুরি তুলে নেন আকবর।

যদিও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। আবু হায়দারের বলে আব্দুল মজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেছেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার হিসেবে নাঈম আহমেদ ফিরলে ২৪৭ রানে অল আউট হয় নর্থ জোন। ম্যাচ জিততে সেন্ট্রাল জোনের প্রয়োজন হয় ৮২ রান।

সহজ লক্ষ্য তাড়ায় কোন উইকেটই হারায়নি সেন্ট্রাল জোন। দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই খেলা শেষ করেন আল মামুন ও মজিদ। ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে পেলেন তারা দুজন। ১০ উইকেটে জয় পাওয়ার ম্যাচে ৬৬ রানে আল মামুন আর ১৭ রানে অপরাজিত ছিলেন মজিদ। এদিকে ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৩৮ রানের ইনিংস খেলা সেন্ট্রাল জোনের জাকের আলি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ