ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ঋষভ পন্থকে নিয়ে অবিশ্বাস্য বার্তা এলো পাকিস্তান থেকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ৩০ ১৫:২৬:২০
ঋষভ পন্থকে নিয়ে অবিশ্বাস্য বার্তা এলো পাকিস্তান থেকে

এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে ভারতের ক্রিকেটতারকার বাম চোখের কাছে চোট লেগেছে। পায়ে এবং পিঠেও রয়েছে আঘাত। তবে হাড় ভাঙা বা অগ্নিদগ্ধ হওয়ার কোনো খবর নেই। ঘটনাস্থল থেকে আহত ঋষভকে প্রথমে দিল্লী রোডে অবস্থিত সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে দিল্লীতে রেফার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলবে ভারতীয় ক্রিকেটতারকার।

দিল্লী থেকে গাড়িতে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন। ড্রাইভারের আসনে নিজেই ছিলেন ঋষভ পন্থ। স্টিয়ারিং হুইল হাতে ঘুমিয়ে পড়া থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। উত্তরাখণ্ড পুলিশের DGP নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই কথা। সংবাদসংস্থা PTI-এ খবর অনুযায়ী দিল্লী-রুরকি হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের গাড়িটি। গাড়িতে আগুন ধরে যাওয়ায় কাঁচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। সক্ষম হাসপাতালের চেয়ারম্যান ড.সুশীল নাগর বলেছেন, আঘাত পেলেও আপাতত স্থিতিশীল রয়েছেন ক্রিকেটতারকা।

তাঁর প্লাস্টিক সার্জারি করার প্রয়োজন রয়েছে। দেরাদুনের ম্যাক্স হাসপাতালেই সেই অস্ত্রোপচার করা হবে বলে খবর। পন্থের দুর্ঘটনার খবরে খোঁজ নিতে পৌঁছান খানপুর এলাকার বিধায়ক উমেশ কুমার। বিষয়টির দিকে নজর রাখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। চিকিৎসার যাবতীয় দায় নেবে উত্তরাখণ্ড সরকার, ইতিমধ্যেই ঘোষণা করেছেন ধামি। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

দেশের সীমানা কেবল মানচিত্রে বোঝার সুবিধার জন্য। মানুষের মনের যে কোনো সীমানা হয় না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো ঋষভ পন্থের দুর্ঘটনা। বাইশ গজে দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ভারতের ঋষভের কঠিন সময়ে পাশে থাকতে ভোলেন নি পাকিস্তানের শাহীন শান আফ্রিদি। “ঋষভের জন্য প্রার্থনা করছি”, ট্যুইটবার্তায় জানান পাকিস্তানী পেসার।

ঋষভ পন্থের জন্য প্রার্থনা জানান পাকিস্তানের মহম্মদ হাফিজও। ভারতের ক্রিকেট মহল তো বটেই, তরুণ উইকেটরক্ষকের দ্রুত সুস্থতা চেয়ে ট্যুইটবার্তা আসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশ থেকেও। সমাজমাধ্যমে প্রার্থনা জানান আকাশ চোপড়া, গৌতম গম্ভীর, ঝুলন গোস্বামীরা। ঋষভের সুস্থতা চেয়ে পোস্ট করেন আফগানিস্তানের রশিদ খানও। দুর্ঘটনার অভিজ্ঞতাকে পিছনে ফেলে দ্রুত মাঠে ফিরুন ঋষভ, এটাই এখন ক্রিকেটবিশ্বের সমবেত প্রার্থনা। দেখে নিন ট্যুইটার চিত্র-

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ