চট্রগ্রামকে বিশাল রানের টার্গেট দিল বরিশাল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে দারুণ শুরু করে বরিশাল। আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজকে এদিন ওপেনিংয়ে পাঠায় দলটি। সুযোগ পেয়ে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন ডানহাতি এই ব্যাটার। আবু জায়েদ রাহির ফুলার লেংথ ডেলিভারিতে চার মেরে রান খাতা খোলা মিরাজ পরের দুই বলেও চার মেরেছেন। তাতে রাহির প্রথম ওভার থেকে আসে ১৫ রান।
পরের ওভারের প্রথম বলেই আউট হতে পারতেন এনামুল হক বিজয়। মৃত্যুঞ্জয়ের গুড লেংথ ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়েছিলেন ডানহাতি এই ওপেনার। ফাঁকা জায়গায় পড়ায় বেঁচে যান তিনি। শেষ বলে বিজয় চার মারলেও সেই ওভার থেকে আসে ৮ রান। পেসারদের দুই ওভার থেকে ২৩ রান আসায় আক্রমণে স্পিনার আনেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তাইজুলকে বোলিংয়ে আনতেই সাফল্য পায় চট্টগ্রাম।
নিজের তৃতীয় বলে ছক্কা হজম করলেও আক্রমণাত্বক হয়ে ওঠা মিরাজকে সাজঘরে ফেরেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের বলে স্লগ সুইপ করতে গেলে টপ এজ হয়ে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন ১২ বলে ২৪ রান করা মিরাজ। তিনে নেমে পরপর দুই বলে দুই চার মারলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। মৃত্যুঞ্জয়ের অফ স্টাম্পের খানিকটা বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন ৮ রান করা বাঁহাতি এই ব্যাটার।
উইকেট হারালেও রান তোলার গতি সচল রাখে বরিশাল। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দলটি। পাওয়ার প্লে শেষ হওয়ার এক ওভার পরই অবশ্য উইকেট হারায় তারা। বিজয়াকান্ত বিশ্বকান্তের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন বিজয়। সীমানায় দাঁড়িয়ে লাফিয়ে উঠে দারুণ এক ক্যাচ নেন জিয়াউর। তাতে ২১ বলে ৩০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিজয়।
পরের বলেই রিভিউ নষ্ট করে চট্টগ্রাম। বিজয়াকান্তের গুগলিতে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বল প্যাডে লাগতেই আবেদন করেন চট্টগ্রামের ফিল্ডাররা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। চট্টগ্রাম রিভিউ নিলেও বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। এরপর চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন অভিজ্ঞ এই ব্যাটার। একের পর এক চার-ছক্কায় দ্রুত রান বাড়িয়ে চলেন মাহমুদউল্লাহ ও ইবরাহিম জাদরান। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন জিয়াউর।
ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে উন্মুখ চাঁদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ২৫ রান করা মাহমুদউল্লাহ। এদিকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি জাদরানের। রাহির বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা ম্যাক্স ও’ডাউডের হাতে ক্যাচ দেন ৪৮ রান করা এই আফগান ব্যাটার। থিতু হতে পারেননি করিম জানাত। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন ইফতিখার।
রাহির করা ১৯তম ওভারের শেষ তিন বলে তিন ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার। এরপর শেষ বলে ৫ বল খেলে দুই চারের সঙ্গে মেরেছেন একটি ছক্কাও। ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ইফতিখার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রাহি।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল- ২০২/২ (২০ ওভার) (ইফতিখার ৫৭*, ইবরাহিম ৪৮, বিজয় ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ২৪; রাহি ৩/৪৯)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি