ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রংপুরের বিপক্ষে খেলতে নেমে অসহায় খুলনার সংগ্রহ ১৩০

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৩ ২০:৫১:৫৪
রংপুরের বিপক্ষে খেলতে নেমে অসহায় খুলনার সংগ্রহ ১৩০

সাগরিকায় এদিন বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। যেখানে টসে জিতে ইয়াসির রাব্বীর খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারের ২ বল বাকি থাকতে সবকয়টি উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে পারে। রংপুরের জয়ের জন্য প্রয়োজন ১৩১ রান।

খুলনা এদিন শুরু থেকে উইকেট হারিয়ে চাপে ছিল। দলটির তারকা ওপেনার তামিম ইকবাল মাত্র ১ রান করে ফিরতেই ভাঙন শুরু হয় খুলনার। এরপর পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। পাওয়ারপ্লেতে খুলনা করতে পারে মাত্র ২৪ রান।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক রাব্বী এবং ফর্মে থাকা আজম খান ৫৮ রান যোগ করলে কিছুটা প্রতিরোধ গড়ে দলটি। তবে এই জুটি ভাঙতেই আবার দ্রুত তাসের ঘরের মতো উড়ে যায় খুলনা। ইয়াসির ২৫ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এছাড়া আজম করেন ৩৪ রান।

৯১ রানে ৭ উইকেট হারিয়ে খুলনা যখন বিপদে সেখান থেকে সাইফউদ্দীন এবং নাহিদুলের ব্যাটে শতক পেরিয়ে সম্মানজনক পুঁজি দাঁড় করায় দলটি। সাইফউদ্দীন করেন ২২ এবং নাহিদুল করেন ১৫ রান।

রংপুরের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রবিউল হক। এই পেসার ৪ ওভার বোলিং করে রান দেন মাত্র ২২। এই পেসার ছাড়া রাকিবুল, আজমতউল্লাহ ওমরজাই এবং হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ