ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৮ ২০:৫৫:৪৩
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

২০২২ সালে জানুয়ারীতে ভারতের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন সিসান্দা। এরপর স্কোয়াড থেকে বাদ পড়েন। তবে এবার চলমান এসএ টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন এই পেসার। এখনও পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

শেষবার দল থেকে তার বাদ পড়ার পেছনে বড় কারণ ছিল ফিটনেস। সিএসএর নির্ধারিত নিয়ম অনুযায়ী ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে দুই কিলোমিটার দৌড়াতে হয়, যেখানে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে এবার সেই ফিটনেস পরীক্ষায় ৮.৩০ নম্বর পেয়ে নিজেকে প্রমাণ করেছেন এই পেসার।

সাউথ আফ্রিকার জাতীয় নির্বাচক কমিটির প্রধান ভিক্টর এমপিটসাং বলেন, 'সিসান্দা গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছে। আগে তার কিছু ফিটনেস সমস্যা ছিল এবং একমাত্র এ কারণেই সে দলের বাইরে ছিল।'

সাউথ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়ে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ