ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শেষ হলো ম্যানইউ’র ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৯ ০৯:৫৫:০৩
শেষ হলো ম্যানইউ’র ম্যাচ, দেখেনিন ফলাফল

ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের। এ ম্যাচে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ নষ্ট করল এরিক টেন হাগের দল।

বুধবার দিবাগত রাতে দুই দলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১- গোলে ড্র হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ জয়ের পর ড্র করল ম্যানইউ। এই ম্যাচে অভিষেক হয় কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দেওয়া ডাচ স্টাইকার ভাউট বেহর্স্টের।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগ পায় ম্যানইউ। লেফট ব্যাক লুক শ’র ভলি চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ৩২ মিনিটে ডেভিড ডে গিয়ার দক্ষতায় বেঁচে যায় ওল্ড ট্রাফোর্ডের দল। বক্সের বাইরে থেকে প্যালেসের স্ট্রাইকার এদুয়ার্দের শট স্প্যানিশ গোলকিপারের হাত ছুঁয়ে বল ক্রসবারে লাগে।

এর কিছু পরই এগিয়ে ম্যানইউ। বাঁ দিকে র‍্যাশফোর্ডকে পাস দিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন, সতীর্থের কাছ থেকে ফিরতি পাস পেয়ে তিনি কাট-ব্যাক করেন ব্রুনো ফার্নান্দেজকে। ডান পায়ের শটে গোলের আনুষ্ঠানিকতা টুকু পর্তুগিজ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের পুরো সময় লিড ধরে রাখে সফরকারীরা। তবে ইনজুরি টাইমে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান ওলিস। ফলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে রেড ডেভিলদের।

১৯ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ