ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

'সরফরাজকে দলে না নিতে চাইলে, ফ্যাশন শো থেকে মডেল নিয়ে আসুন'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২০ ১৩:৪৯:০৮
'সরফরাজকে দলে না নিতে চাইলে, ফ্যাশন শো থেকে মডেল নিয়ে আসুন'

রঞ্জি ট্রফির চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সরফরাজ। গত মৌসুমেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। গতবার ১২২.৭৫ গড়ে ৯৮২ রান করে হয়েছিলেন সেরা ব্যাটার। যেখানে চারটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি।

ঘরোয়া টুর্নামেন্টে এতো এতো সাফল্যের পরও সরফরাজ খান কিছুতেই যেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকদের নজর কাড়তে পারছেন না। এখনও পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডেও ডাক পাননি এই ইনফর্ম ব্যাটার।

গাভাস্কার বলেন, 'সে মাঠের বাইরে না, বরং মাঠেই অসাধারণ খেলে যাচ্ছে। এটা থেকেই বোঝা যায়, সে পুরোপুরি ফিট। আপনি যদি শুধুমাত্র পরিপাটি খেলায়াড়কেই খুঁজেন, তাহলে ফ্যাশন শো থেকে মডেল বাছাই করুন এবং তাদের হাতে ব্যাট-বল ধরিয়ে দিন। দলে তাদেরকেই রাখুন।'

মুম্বাইয়ের ডানহাতি এই ব্যাটার চলতি মাসের শুরুতে তামিলনাড়ুর বিপক্ষে ১৬২ এবং গত বছরের ডিসেম্বরে হায়দ্রাবাদের বিপক্ষে অপরাজিত ১২৬ রান করেছিলেন। সরফরাজ প্রথম-শ্রেণীর ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক। ৩৬ ম্যাচে তার গড় ৮০.৪৭ এবং ২৩৪ ম্যাচে প্রথম স্থানে থাকা কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের গড় ৯৫.১৪।

রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার পরও ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে দলে ডাক না পাওয়ায় কিছুদিন আগেই ‘টাইমস অব ইন্ডিয়া’ কে নিজের ক্ষোভের কথা বলেছিলেন সরফরাজ।

সরফরাজ বলেছিলেন, 'যখন দেখলাম দলে আমার নাম নেই, অনেক কষ্ট পেয়েছি। খুব একা লাগছিল, অনেক কেঁদেছি আমি। তখন আমি বাবাকে দিল্লিতে ডেকে আনি। সে আমার সাথে কথা বলত, আমি তার সাথে অনুশীলনে যেতাম। এরপর কিছুটা ভালো অনুভব করেছি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ