সিলেটের ব্যাটিংয়ের দৈন্যদশা কেন তা নিয়ে যা বললেন তুষার ইমরান
শেষ তিন ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিয়েছে। গত খেলায় ওপেনার নাজমুল হোসেন শান্ত হাল ধরায় রক্ষা। না হয় হয়তো টানা ৫ খেলায় জেতার পর পরপর ৩ ম্যাচে হারতে হতো।
এর মধ্যে আজ শুক্রবার সিলেটে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে মাশরাফির সিলেট। শুরু থেকেই চরম বিপদে। ১৮ রানে ৭ উইকেট খুইয়ে একদম খাদের কিনারায় পড়ে যাওয়া। শান্ত ৯, টম মুরস ২, তৌহিদ হৃদয় ০, জাকির হাসান ০, মুশফিক ০, ইমাদ ওয়াসিম ১, থিসারা পেরেরা ৩- কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।
তারপর পেসার তানজিম হাসান সাকিব আর অধিনায়ক মাশরাফির হাক ধরে ৯২ রান পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হার হয় সঙ্গী।
ঠিক আগের ম্যাচে শেরে বাংলায় রংপুর রাইডার্সের সাথেও টপ অর্ডার ক্লিক করেনি সিলেটের। শুরুতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাশরাফির দল। সেখান থেকে শান্তর দৃঢ়তায় (৮৯*) ১৭০‘র ঘরে পা রেখে কোনোমতে ২ রানে জয়ী হয় মাশরাফির দল।
তার আগের খেলায় কুমিল্লার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে মুখ থুবড়ে পড়েছিল সিলেট। পরে ১৩৩ রানে থেমে ৫ উইকেটে হার মানে তারা।
প্রথম ৫ খেলায় টানা জয়ের পর শেষ তিন ম্যাচের দুটিতে হার আর তিনটিতেই ফ্রন্টলাইনারদের জ্বলে উঠতে না পারা-সিলেটের এই ব্যাটিং অর্ডারের ভগ্নদশার কারণ কী?
সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান আজকের ম্যাচ নিয়ে বলেন, ‘আজ উইকেট বুঝতে সময় লেগেছে। তবে রংপুরের বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’
তুষার বোঝানোর চেষ্টা করেন, এ উইকেটে আগে ব্যাটিং করা সহজ ছিল না। তাই মুখে এমন কথা, ‘টস ভাইটাল হয়ে গেছে। আমরা জিতলেও ফিল্ডিং করতাম। প্রথম তিন-চারটা ওভারে বল মুভ করেছে। মুশফিকেরটা গ্রেট ডেলিভারি ছিল। আমাদের ব্যাটারদের ভুল আছে। সেটা কাটিয়ে উঠতে পারলে পরের ম্যাচে ভালো করবো।’
মুশফিকের আউট হওয়াটাই টার্নিং পয়েন্ট বলে মনে করেন অনেকে। আফগান ফাস্টবোলার আজমতউল্লাহ ওমরজাইয়ের ইনকাটার অফস্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকে মুশফিকের উইকেট ভেঙে দেয় চোখের পলকে। তুষারের মতে, ‘বলটা বেশি ভালো হয়েছে বলে আউট হয়ে গেছে।’
তুষার মানছেন, তার দল শেষ তিন ম্যাচেই ভালো ব্যাটিং করেনি। সে ব্যর্থতা কাটিয়ে ওঠা খুব জরুরী বলেও মনে হয় তার।
সিলেটের ব্যাটিং কোচ বলেন, ‘শেষ তিন ম্যাচে আমরা ওপরের ব্যাটিংয়ে স্ট্রাগল করেছি। এটা কাটিয়ে উঠতে হবে। তবে এক-দুই ব্যাটার যদি শেষ পর্যন্ত থাকতে পারতো, যেমনটা শান্ত করেছিল গত ম্যাচে, বরিশালের সঙ্গে আমরা ১৭৪ করেছিলাম।’
‘আজ যদি একজন ব্যাটার শেষ পর্যন্ত থাকতো তাহলে ১৬০-১৭০ হয়ে যেতো। কেউই সেটা করতে পারেনি। তারপরও মাশরাফি ও সাকিবকে (তানজিম) ক্রেডিট দিতে হবে। কারণ ৫-৬ উইকেট পড়ে যাওয়ার পরও সেখান থেকে একশর কাছাকাছি পৌঁছে দিয়েছে তারা’-যোগ করেন তুষার ইমরান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আসছে বড় ভূমিকম্প: মহাবিপদের আগাম সতর্কতা দিল আবহাওয়া অফিস
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কো –কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ইস্টার্ন লুব্রিকেন্টস-এর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা