ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, দেখেনিন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ২২ ১৫:১০:৫১
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, দেখেনিন স্কোর

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট, মিরপুর: চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৮, জয়ের জন্য প্রয়োজন ৩৯১ রান

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচের লাগাম পুরোপুরি স্বাগতিক বাংলাদেশের হাতে। জয়লাভের জন্য ৫0৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা দিন শেষে ৩ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছে। চতুর্থ দিন শেষে উইকেটে টিকে আছেন দলের ভরসা হ্যারি টেকটর (৫০*) এবং কার্টিস ক্যাম্ফার (১৫*)।

বাংলাদেশের প্রথম ইনিংস: লিটন-মুশফিকের সেঞ্চুরিতে বড় স্কোর

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারা সবকটি উইকেট হারিয়ে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে উইকেটকিপার ব্যাটার লিটন দাস (১২৮) এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের (১০৬) ব্যাট থেকে। এছাড়া, মুমিনুল হক ৬৩ ও মাহমুদুল হাসান জয় ৩৪ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। লোয়ার অর্ডারে মেহেদী হাসান মিরাজ ৪৭ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন অসাধারণ বোলিং করে একাই ৬টি উইকেট শিকার করেন।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংস: তাইজুল-হাসান মুরাদের স্পিন জাদু

বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়। আইরিশদের হয়ে একমাত্র উজ্জ্বলতা দেখান উইকেটকিপার ব্যাটার লরকান টাকার, যিনি অপরাজিত ৭৫ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া, জর্ডান নেইল ৪৯ এবং স্টিফেন ডোহেনি ৪৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৭৬ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। তরুণ স্পিনার হাসান মুরাদ ৫৩ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ফলে বাংলাদেশ ২১১ রানের লিড পায়।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: দ্রুত রান তুলে ডিক্লেয়ার

২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার কৌশল নেয় বাংলাদেশ। ৬৯ ওভার খেলে তারা ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে আয়ারল্যান্ডের সামনে ৫০৯ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করেন— মুমিনুল হক সর্বোচ্চ ৮৭, সাকিবের বদলে নামা সাদমান ইসলাম ৭৮ এবং মাহমুদুল হাসান জয় ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে বোলার গ্যাভিন হোয়ি দুটি উইকেট লাভ করেন।

আয়ারল্যান্ডের কঠিন লড়াই: টেকটরের হাফ সেঞ্চুরি

৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে শুরুতেই বিপদে ফেলেন বাংলাদেশের স্পিনাররা। ওপেনার অ্যান্ডি বালবির্নি (১৩) ও পল স্টার্লিং (৯) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। কেইড কারমাইকেল (১৯) ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে হাল ধরেন হ্যারি টেকটর এবং কার্টিস ক্যাম্ফার।

দিনের খেলা শেষে হ্যারি টেকটর ৫০ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ২টি এবং হাসান মুরাদ ১টি উইকেট শিকার করেছেন।

পঞ্চম দিনের পূর্বাভাস

ম্যাচ জিততে আয়ারল্যান্ডের এখনও ৩৯১ রান প্রয়োজন, হাতে আছে ৭টি উইকেট। তবে, মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য সাহায্য থাকায়, পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশ দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচ নিজেদের দখলে নিতে চাইবে। অন্যদিকে, টেকটর ও ক্যাম্ফারের জুটি আয়ারল্যান্ডের জন্য টেস্ট বাঁচানোর শেষ আশা হয়ে থাকবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ