ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাসির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১০:৫০:০৩
বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাসির

এছাড়া বল হাতে ওভার প্রতি ৬.৮১ গড়ে রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ব্যক্তিগত পারফরমেন্স নাসির হোসেনের উজ্জ্বল হলেও দলীয় পারফরম্যান্স দেখাতে পারেনি তার দল।

১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে তার দল ঢাকা। দীর্ঘদিন পর মাঠে ফিরে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিপিএল শেষে নিজের নেতৃত্বে কতটুকু সন্তুষ্ট তিনি? এমন এক প্রশ্নের জবাবে নাসির বলেন,

“আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। সবসময় দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় ভুল সিদ্ধান্ত হয় বা ভুল কিছু হয়। আমি আমার তরফ থেকে শতভাগ চেষ্টা করি যেন দলের ভালো হয়। আমি খুশি হতাম যদি দল ভালো করতো। যেহেতু ফল আসেনি তাই আমি খুশি নই। আমার দল সেরা চারে থাকলে বলতে পারতাম খুশি।”

নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে নাসির বলেছেন, “নিজের পারফরম্যান্সে আলহামদুলিল্লাহ। আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলব যে, ভালো পারফরম্যান্স হয়েছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল। যেমন আজকের ম্যাচটায় আমি জিতিয়ে বের হতে পারলে আরেকটু ভালো লাগতো।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ