ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য ইতিহাস: সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৫:৪৯:২৯
অবিশ্বাস্য ইতিহাস: সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত

এর আগে বিশ্ব ক্রিকেটে মোটে ৩ জন ক্যাপ্টেনের দখল এমন বিরল নজির ছিল। রোহিত শর্মা সেই তালিকায় চতুর্থ সংযোজন। আসলে ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা বিশ্বের চতুর্থ তথা ভারতের প্রথম ক্রিকেটারে পরিণত হন হিটম্যান।

নাগপুরে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। হিটম্যানের টেস্ট কেরিয়ারের এটি ৯ নম্বর সেঞ্চুরি। তবে টেস্ট ক্যাপ্টেন হিসেবে এই প্রথম শতরান করলেন তিনি। এর আগে ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩টি ও টি-২০ ক্রিকেটে ২টি শতরান করেছেন রোহিত।

হিটম্যানের আগে ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই শতরান করার নজির রয়েছে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু'প্লেসির।

তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিতের এটি ৪৩তম আন্তর্জাতিক শতরান। এই নিরিখে তিনি একযোগে পিছনে ফেলে দেন স্টিভ স্মিথ, ক্রিস গেইল ও সনৎ জয়সূর্যকে। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি করে সেঞ্চুরি করেছেন এই তিন তারকা। আপাতত এই নিরিখে তালিকায় রোহিতের ঠিক সামনে রয়েছেন জো রুট। তিনি তিন ফর্ম্যাট মিলিয়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৪৪টি সেঞ্চুরি করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেই রুটকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে রোহিতের সামনে।

নাগপুরের প্রথম ইনিংসে রোহিত শেষমেশ ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১২ বলে ১২০ রান করে আউট হন। উল্লেখ্য, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ৩০টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৪টি সেঞ্চুরি করেছেন।

তিন ফর্ম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে ৩৮টি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর ছাড়া আর কোনও ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন করতে নেমে রোহিতের থেকে বেশি শতরান করতে পারেননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ