ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি সিলেট বনাম কুমিল্লা, দেখেনিন শক্তির বিচারে এগিয়ে কোন দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১১:০৩:১৬
ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি সিলেট বনাম কুমিল্লা, দেখেনিন শক্তির বিচারে এগিয়ে কোন দল

যে কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলের যোগ হয়েছে একাধিক বিদেশী ক্রিকেটার এদের মধ্যে সবচেয়ে বেশি তারকা কিকোটা যোগ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরের। পাকিস্তান ফিরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মোহাম্মদের রিজওয়ান, নাসিম শাহ, হাসান আলী এবং খুশিদিল শাহ।

তাদের জায়গায় আগেই দলে যোগ দিয়েছে আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। গতকাল দলের সাথে আরো যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। লিটন দাস, ইমরুল কায়েস, মোস্তাফিজ, বাঁ-হাতি স্পিনার তানভির ও তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধও প্রায় নিয়মিত পারফরম করছেন।

সব মিলিয়ে এ মুহূর্তে বিপিএলে সবচেয়ে ব্যালান্সড দল কুমিল্লা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের দুই প্রধান বোলার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম পিএসএল খেলতে পাকিস্তান ফিরে গেছেন।

তাদের দু’জনার বিকল্প হিসেবে মাশরাফির দলে এসেছেন জেমস লিন্ডে আর ইসুরু উদানা। লিন্ডেও ইমাদ ওয়াসিমের মত বাঁ-হাতি বোলার, ব্যাটও করতে পারেন। আর পেসার মোহাম্মদ আমিরের মত উদানাও বাঁ-হাতি পেসার।

অধিনায়ক মাশরাফির দক্ষ ও গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞ মুশফিকের দায়িত্বশীলতা আর ফর্মে ও রানে থাকা তিন তরুণ নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও জাকির হাসানের সমন্বয়ে সিলেট উজ্জীবিত, অনুপ্রাণিত এবং লড়াকু দল। প্রতিপক্ষ হিসেবেও বেশ কঠিন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ