ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইন্দোরের পিচ শাস্তির মুখে পড়লে বিপদে পড়বে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০১ ২২:০০:১৬
ইন্দোরের পিচ শাস্তির মুখে পড়লে বিপদে পড়বে ভারত

বুধবার ইন্দোর টেস্টের প্রথমদিনে ৩৪ ওভারও টিকতে পারেননি ভারতীয় ব্যাটাররা। টার্নিং ট্র্যাকে ১০৯ রানেই অল-আউট হয়ে যায় ভারত। তথ্য অনুযায়ী, ইন্দোরে প্রথম সেশনেই বল ঘুরেছে গড়ে ৪.৮ ডিগ্রি। যা দিল্লি এবং নাগপুরে ছিল যথাক্রমে ৩.৮ ডিগ্রি এবং ২.৫ ডিগ্রি। রোহিত শর্মা, শুভমন গিলরা যে বলে আউট হয়েছেন, সেই বলটা এতটাই ঘুরেছে যে হতবাক হয়ে গিয়েছেন অনেকে।প্রাক্তন অস্ট্রেলিয়া ম্যাথু হেডেন তো কটাক্ষ করেন, প্রথম দিনের পিচ দেখে মনে হচ্ছে যেন ইন্দোরে তৃতীয় দিনের খেলা চলছে। এমনকী ভারতীয় দলের তরফেও দাবি করা হয়েছে, বল যে এতটা ঘুরবে, তা আন্দাজ করা যায়নি।

অনেকের মতে, টেস্টের পয়লা দিন থেকেই যেভাবে বল ঘুরছে, তাতে ইন্দোরের শাস্তি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যদি ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে পিচের মান ‘খারাপ’ বলে বিবেচিত হয়, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি তরফে ইন্দোরকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। তাতে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খাবে কিনা, তা অনেকে আশঙ্কিত হয়ে পড়েছেন। তেমনই একজন বলেন, ‘আশা করছি, এই পিচের জন্য যে ডিমেরিট পয়েন্ট জুটবে, সেটার জন্য ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিযানে প্রভাব না পড়ে।’

আইসিসির নিয়ম অনুযায়ী, ইন্দোর পিচ ডিমেরিট পয়েন্ট পেলেও তাতে ভারতীয় ক্রিকেট দলের উপর কোনও প্রভাব পড়বে না। ভেন্যু হিসেবে ইন্দোরের উপর চাপ বাড়বে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতের কোনও পয়েন্ট কাটা যাবে না। তাই ইন্দোরের পিচের ডিমেরিট পয়েন্ট পেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে স্বপ্ন দেখছে, তা কোনওভাবে প্রভাবিত হবে না।

আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেক্ষেত্রে অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। প্রথম দিনের শেষে ইন্দোর টেস্টে ব্যাকফুটে থাকলেও ভারত সেটাই চেষ্টা করবে। ইন্দোরে না পারলেও আমদাবাদ টেস্ট জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে ভারত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ