ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘সাকিব, এই সাকিব’ : তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৫ ১৫:২৫:০১
‘সাকিব, এই সাকিব’ : তামিম ইকবাল

তবে তখনই দেখা গিয়েছে একটি দৃশ্য। যেটি অবসান ঘটিয়েছে হাজার আলোচনা। উইকেট দেখার সময় সাকিবকে ডেকে নিলেন তামিম। সাকিব তখন ব্যস্ত ছিলেন হাতের ফুটবল নিয়ে। তামিমের ডাক তাঁর কানে পৌঁছায়নি।

তামিমও সেটি বুঝতে পেরেছিলেন। তাই আরও একবার চেঁচিয়ে উঠলেন, ‘সাকিব! এই সাকিব!’ আসলে পিচ নিয়ে আলোচনায় সাকিবের মত নেওয়াটা জরুরি ছিল ওয়ানডে অধিনায়কের। সে জন্যই দূর থেকে চেঁচিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে ডাকছিলেন।

তামিমের সেই ডাকে তৎক্ষণিকভাবেই সাড়া দিয়ে ছুটে আসলে আমি সাকিব আল হাসান। তিনজনের আলোচ্য বিষয় যে চট্টগ্রামের উইকেট, সেটি বোঝা যাচ্ছিল সাকিব-তামিমের শরীরীভাষায়। সাকিব বাঁহাত ঘুরিয়ে উইকেটের বাঁক কতটুকু হতে পারে, সেটি বোঝাচ্ছিলেন। তামিমও হাতের ব্যাট দিয়ে শ্যাডো করছিলেন কিছুক্ষণ। তিনজনের আলাপটা চলল মিনিট পাঁচেক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ