ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন ম্যাচ জেতাতে পারে : মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৫ ২১:২০:৫১
আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন ম্যাচ জেতাতে পারে : মিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে করেন ক্যারিয়ার সেরা বোলিং। এই স্পিন অলরাউন্ডার মনে করেন, জাতীয় দলে এখন অনেক ম্যাচ উইনার আছেন। যারা যেকোনো দিন যেকেনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে মিরাজ বলেন,

“একটা জিনিস দেখেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রক্রিয়ায় কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে। দিনশেষে ফলাফল আসবে। কিন্তু আমরা যদি প্রক্রিয়া অনুসরণ না করি, ফলাফল কখনো আসবে না”

“আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি।”

মিরাজের মতে, বাংলাদেশ দলে এখন অনেক ম্যাচ উইনার আছে। এটা খুব ইতিবাচক দিক। তিনি বলেন, “দিনশেষে দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে…যদি একজন থাকে, আমরা বিশ্বাস করি সে (ম্যাচ) জেতাতে পারে”

“এটা কিন্তু হয়তো এক দিন জেতাতে পারবে, কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং হয়েছে; চেষ্টা করব ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ