ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘সাকিব-আরাভ’ ইস্যু, মুখ খুললো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৯ ১০:৩৬:১২
‘সাকিব-আরাভ’ ইস্যু, মুখ খুললো বিসিবি

তবে সেসব সমালোচনা-বিতর্ক একপাশে রেখে মাঠের ক্রিকেটে সাকিব অনন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেই ব্যাট হাতে করেছেন ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রান। বল হাতেও প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার সাকিব ইস্যুতে মুখ খেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের (সিও) চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, পুরো ব্যাপারটা মিডিয়ায় দেখেছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। বলতে গেলে একদিনের ব্যবধানে এটা হয়েছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, একটা সিরিজ শেষ হলো, আরেকটা সিরিজ যখন শুরু হলো; এর ফাঁকেই এটা হয়েছে। বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন তাদের জিজ্ঞেস করার এখনো সুযোগ হয়নি। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো।

জালাল ইউনুস বলেন, ‘কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা বোর্ড থেকে দেখব আমরা কতটুকু এখানে কনসার্ন। সে ব্যাপারটাই বেশি গুরুত্ব দেবো।’

তিনি আরো বলেন, এটা নিয়ে যদি হইচই বেশি করি কিছু না জেনে। এটা তার পারফরম্যান্সেও তো একটা সমস্যা হবে। আমার মনে হয় আগে ব্যাপারটা জানি আমরা সবাই। সবারই এখানে সমর্থন দরকার।

‘যদি সে না জেনে থাকে, যেটা বললেন, তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি’- যোগ করেন ইউনুস।

সাকিব দেশের সম্পদ বলেও মন্তব্য করেন জালাল ইউনুস। তিনি বলেন, সাকিব শুধু বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ