ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মেসি ৭০২, রোনালদো ৭০১

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১০ ১৫:৪২:১৩
মেসি ৭০২, রোনালদো ৭০১

মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সাবেক এ তারকার গোলসংখ্যা এখন ৭০২। রেকর্ড সংখ্যক এই গোলগুলো মেসি করেছেন ৮৪৬ ম্যাচ খেলে। আর এই মাইলফলক স্পর্শ করার পথে মেসি একটি রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপের ফুটবলে গোলসংখ্যা ৭০১। গোলগুলো করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই সিআর সেভেনের সামনে।

একই রাতে মেসি আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। নিসের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। নিজে গোল করে সেটিকে নিয়ে যান ৯৯৯-এ। এরপর রামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক। নিস ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোলসংখ্যা ৭০২ এবং অ্যাসিস্ট ২৯৮টি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ