ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

এক নজরে দেখেনিন ডিপিএলের সুপার লিগ নিশ্চিত করছে যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৮ ১৫:৫২:২৬
এক নজরে দেখেনিন ডিপিএলের সুপার লিগ নিশ্চিত করছে যারা

এর আগে, সবার প্রথমে সুপার লিগ নিশ্চিত করেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল আবাহনী। পরবর্তীতে শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগ নিশ্চিত করেছে। এ ছাড়া এবারের আসরে পয়েন্ট তালিকায় অবনমন হয়েছে অগ্রণী ব্যাংক, শাইনপুকুর এবং ঢাকা লেপার্ডসের।

এবারের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সবার উপরে আবাহনী। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি। এ ছাড়া সমান ম্যাচে সমান জয়ে রানরেটে পিছিয়ে থেকে একই পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ।

তালিকার চারে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সাকিবের মোহামেডানের। যদিও টানা হারের মধ্য দিয়ে আসর শুরু করেছিল দলটি, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছে মোহামেডান। এ ছাড়া ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ