ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কপাল পুড়ছে লখনউ সুপার জায়ান্টসের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৫ ১৭:৫৫:০০
কপাল পুড়ছে লখনউ সুপার জায়ান্টসের

মার্ক উড অসুস্থতার কারণে লখনউ সুপার জায়ান্টসের শেষ দু'টি ম্যাচ মিস করেছেন। কিন্তু এই মরশুমে উড লখনউয়ের জার্সিতে কিন্তু নজর কেড়েছেন। দুরন্ত ছন্দে রয়েছেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ১৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন। মোট চারটি ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন উড। ব্রিটিশ পেসারের ইকোনমি রেট ৮.১২।

উডের স্ত্রী সারা সন্তানসম্ভবা। এবং মে মাসের শেষের দিকে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন এবং উড সন্তান জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকতে চান। সেই জন্য আগামী সপ্তাহে কোনও একটা সময়ে দেশে ফিরে যাবেন মার্ক উড। তার পরে ভারতে তাঁর ফিরে আসার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।

লখনউ সুপার জায়ান্টসরা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যথাক্রমে ১ ও ৩ মে ঘরের মাঠে ম্যাচ খেলবে লখনউ। উডের অনুপস্থিতিতে তারা আফগান পেসার নবীন উল হককে খেলাতে পারে।

আইপিএল ফাইনালের চার দিন পর ১ জুন ইংল্যান্ড লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলবে। কিন্তু ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে যে, ইসিবি প্লেয়ারদের ইচ্ছার বিরুদ্ধে আইপিএল থেকে তাঁদের সরিয়ে এনে আয়ারল্যান্ড টেস্ট খেলতে বাধ্য করবে না।

ইসিবি সক্রিয় ভাবে আইপিএলের অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের দেশের প্লেয়ারদের ভারতে পাঠাচ্ছে এবং গত আট মরশুম ধরে উৎসাহিত করে চলেছে। ২৩ এবং ২৬ মে আইপিএলের কোয়ালিফায়ার। ফাইনাল ২৮মে। আইপিএলের ফাইনালের চার দিন পর ১ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আগে জানিয়েছিলেন, আয়ারল্যান্ড টেস্টের প্রস্তুতির জন্য আইপিএলের শেষ পর্ব মিস করবেন তিনি। তবে সেই টেস্ট খেলার উপর কোনও বাধ্যবাধকতা আর নেই। বেন স্টোকসদের পুরো আইপিএলে পাওয়া যাবে বলেই বিসিসিআইকে জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা স্পষ্ট করে দিয়েছিল যে, ক্রিকেটারদের ইচ্ছের বিরুদ্ধে কোনও রকম সিদ্ধান্ত নিতে চায় না ইসিবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ