ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৫ ১৮:১৫:৫৮
সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প

অনুশীলন ক্যাম্পের জন্য মঙ্গলবার সিলেট যাচ্ছে জাতীয় দল। আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে অনুশীলন। আর ২৯ এপ্রিল সন্ধ্যাতেই রাজধানীতে ফিরে আসবে তামিমরা। এরপর একদিন বিরতি দিয়েই মধ্যরাতে লন্ডন যাত্রা।

এরপর আগামী ১ মে ইংল্যান্ডের বিমান ধরবেন টাইগাররা। সেখানে পৌঁছে ইংল্যান্ডের চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ