ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এক আর্জেন্টাইনের কাছেই উড়ে গেল রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৬ ০৯:৩৫:৪১
এক আর্জেন্টাইনের কাছেই উড়ে গেল রিয়াল মাদ্রিদ

ম্যাচের ১২ মিনিটে হেড করে জিরোনাকে এগিয়ে দেন ভ্যালেন্টিন কাস্তেলানোস। এই আর্জেন্টাইন ফুটবলার চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে ধারে জিরোনায় খেলতে এসেছেন। রিয়ালকে আরো বিপদে ফেলে ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাস্তেলানোস। ডি-বক্সে পাওয়া বল রিয়াল গোলরক্ষক লুনিনকে পরাস্ত করে গোল আদায় করে নেন তিনি।

তবে ৩৪ মিনিটে ভিসিসিউস জুনিয়র রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন। তা দেখে মনে হচ্ছিল ম্যাচে ফিরেছে রিয়াল। তবে তা হয়নি। দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই আবারও কাস্তেলানোসের গোল। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে ওয়ান টাচে শট নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাস্তেলানোস। ম্যাচের ৬২ মিনিটের নিজের ও দলের চতুর্থ গোল করে রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে দেয় কাস্তেলানোস।

পরে ম্যাচের ৮৫ মিনিটে ভিনির সহায়তায় গোল করে লুকাস ভাসকেস হারের ব্যবধান কমান। ২০২০ সালের পর প্রথম কোন ফুটবলার লা লিগায় রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক পেলো। ২০২০ সালের নভেম্বরে ভ্যালেন্সিয়ার কার্লোস সলের রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল।

চলতি মৌসুমেই জিরোনা দ্বিতীয় বিভাগ থেকে লা লিগায় ওঠে এসেছিল। রিয়ালকে হারিয়ে তারা অবস্থান নিয়েছে টেবিলের নয় নম্বরেও। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রিয়াল। ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৬।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ