ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

খেলতে নামার ঠিক আগেই মারা গেলেন ভারতীয় খেলোয়াড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৬ ১০:৩৫:২০
খেলতে নামার ঠিক আগেই মারা গেলেন ভারতীয় খেলোয়াড়

জাতীয় মাস্টার্স প্রতিযোগিতা খেলতে সোমবার জলন্ধরে পৌঁছন অরুণ। সঙ্গে ছিলেন রাজস্থান দলে তাঁর সতীর্থরা। দুপুরবেলা হোটেলের ঘরে বিশ্রাম নিতে যান। পরিকল্পনা ছিল বিকেলে চ্যাম্পিয়নশিপের কেন্দ্র দেখতে বেরোবেন।

কিন্তু বিকেল হওয়ার পরে সতীর্থরা তাঁর ঘরে ধাক্কা মেরেও কোনও সাড়া পাননি। অনেক ক্ষণ ধাক্কাধাক্কির পর হোটেলের রিসেপশনে গিয়ে তাঁরা ঘটনার ব্যাপারে জানান। হোটেলের তরফে দ্বিতীয় একটি চাবি দিয়ে দরজা খোলা হলে দেখা যায়, বিছানায় শুয়ে ছটফট করছেন অরুণ। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা জানান, নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে তাঁর। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দীর্ঘ দিন ধরে টেবিল টেনিস খেলতেন অরুণ। জাতীয় পর্যায়ে প্রচুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। জাতীয় ভেটেরান্স চ্যাম্পিয়নশিপে আগে অনেক বার অংশ নিয়ে বহু পদক জিতেছেন। গত বছর শ্রীনগরে এই প্রতিযোগিতাতেই পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ