ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ক্রিকেটের বড় নিয়ম ভাঙলেন আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৬ ১২:৩৫:২২
ক্রিকেটের বড় নিয়ম ভাঙলেন আম্পায়ার

এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। সেই সময়ে ম্যাচের তৃতীয় ওভারেই অর্জুন তেন্ডুলকর মুম্বই-এর হয়ে প্রথম সাফল্য পান। তিনি ঋদ্ধিমান সাহাকে আউট করেন। তবে ঋদ্ধিকে আউট করার পরেই ঘটনাটি ঘটেছিল। কারণ এর পর বিষয়টি আরও খারাপ হয়ে যায়।

তৃতীয় ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ঋদ্ধিমান সাহা সেটাকে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেই বলটি মিস করে বসেন ঋদ্ধি। তাঁর ব্যাটে লেগে বল চলে যায় উইকেটরক্ষক ইশান কিষাণের হাতে। মুম্বই ক্যাচের আপিল করলে আম্পায়ার আউট দিয়ে দেন। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তবে এরপরে ঋদ্ধি মান সাহা তাঁর সতীর্থ শুভমন গিলের কাছে যান এবং নিজের আউট নিয়ে দীর্ঘ আলোচনা করতে থাকেন। ঋদ্ধি যখন গিলের সঙ্গে নিজের আউট প্রসঙ্গে কথা বলছিলেন তখন দু'জনেরই আলোচনা চলছিল অনেকক্ষণ ধরে। এরই মধ্যে রিভিউ নেওয়ার টাইমারও শুরু হয়ে গিয়েছিল।

টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে যে এই টাইমার শূন্যে পৌঁছেছে। অর্থাৎ প্লেয়ারদের জন্য রিভিউ নেওয়ার যে সময় ছিল সেটি শেষ হয়ে গিয়েছে। তবে সময় শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সাহা রিভিউয়ের জন্য ইঙ্গিত দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী টাইমারে শূন্য এলে রিভিউ নেওয়া যাবে না। বিষয়টি আম্পায়ার ও থার্ড আম্পায়ার উভয়েরই চেক করার কথা ছিল কিন্তু তারা দুজনেই বিষয়টি উপেক্ষা করে রিভিউ দেন। ঋদ্ধিমান সাহাকে রিভিউ দেওয়া হয়।

এখন প্রশ্ন হচ্ছে টাইমারে যখন শূন্যতে চলে গিয়েছিল তখন আম্পায়ারদের মনোযোগ কেন সেদিকে গেল না। মাঠের আম্পায়ার একবার মিস করতে পারেন কিন্তু তৃতীয় আম্পায়ারের সামনে এই বিষয়গুলো খুব স্পষ্ট। তাহলে কীভাবে থার্ড আম্পায়ার টাইমার না দেখে রিভিউ দিলেন। যদিও রিভিউতে দেখা যায় যে ঋদ্ধি আউট ছিলেন তবু বিতর্কের জল আর গড়ায়নি। মাত্র চার রান করে সাজঘরে ফিরেছিলেন ঋদ্ধিমান সাহা। তবে সোশ্যাল মিডিয়াতে আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ